Homeজেলাবগুড়ার শেরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

বগুড়ার শেরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে এক বিএনপি নেতা জোড়পূর্বক জমি দখল করার অভিযোগ করেন এলাকাবাসী। এর প্রতিবাদে গত শনিবার বিকাল ৫টায় গ্রামে এক এলাকাবাসী ও ভূমি মালিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। অভিযুক্ত ফিরোজ আহম্মেদ সুঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

এক ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আবদুল হামিদ, নাহার বেগম প্রমূখ।

বক্তারা বলেন, তারা পৈত্রিক সূত্রে পাওয়া নদী ভাঙনের রেকর্ডভুক্ত জমি ও পয়ন্তী চর বহুদিন ধরে চাষাবাদ করে আসছেন। সরকারের নদী খনন প্রকল্পের আওতায় এসব জমিতে ডাইক নির্মাণের প্রাথমিক স্থান নির্ধারণ করা হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি স্থানীয় বিএনপি নেতা ফিরোজ সরকার ও এক অজ্ঞাত ব্যক্তি ‘বাকিউর রহমান বাবু’র নামে ভুয়া চুক্তিপত্র তৈরি করে কাজ শুরুর পাঁয়তারা করছে। ফসলী জমিতে বালু ফেলে ফসল নষ্ট করে জমি দখলে নেয়ার হুমকী দিচ্ছে। ইতিমধ্যে কিছু জমি দখলও করেছে। এতে করে জমির মালিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বক্তারা জমির উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে প্রকৃত মালিকদের সাথে চুক্তি করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান। পাশাপাশি ফিরোজের বিরুদ্ধে আনহত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসব অভিযোগ অস্বীকার করে ফিরোজ বলেন, আমি নিয়মতান্ত্রিকভাবে জমির মালিকদের সাথে চুক্তিবদ্ধ হয়েই ডাইক নির্মান করছি। যারা মানববন্ধন করেছেন তাদের কোন জমি ব্যবহার করা হচ্ছে না। এরপরও কিছু মানুষ উদ্দেশ্য মূলকভাবে আমার ও আমার দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।“

এ বিষয়ে সুঘাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির বিপ্লব জানান, ফিরোজ দলের শৃঙ্খলা বিরোধী কোন কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর