মৌলভীবাজারের জুড়ী থানার পুলিশ দেড় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইসলাম মিয়াকে গ্রেফতার করেছে। বুধবার রাত ২টার দিকে উপজেলার নিশ্চিম্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সিআর মামলা নং ৯৪/২৩ (জুড়ী)-এর রায়ে দেড় মাসের সাজা পাওয়া ইসলাম (২৫), পিতা আব্দুর শহিদ, সাং—নিশ্চিম্তপুর, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিশেষ তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জুড়ী থানার এসআই মো. ফরহাদ মিয়া। সঙ্গে ছিলেন এএসআই তুহিন মুন্সি ও পুলিশের একটি চৌকস টিম। পুরো অভিযানটি পরিচালিত হয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়ার নির্দেশনায়।
ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, “জুড়ী থানার নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা পলাতক আসামিদের ধরতে তৎপর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”