Homeঅর্থনীতিশেয়ারবাজারে মিশ্র প্রবণতা: ঢাকায় সূচক ঊর্ধ্বমুখী, চট্টগ্রামে পতন

শেয়ারবাজারে মিশ্র প্রবণতা: ঢাকায় সূচক ঊর্ধ্বমুখী, চট্টগ্রামে পতন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে দেখা গেছে মিশ্র প্রবণতা। একদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী, অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে নেমে এসেছে পতনের ছায়া। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরলেও স্থায়ী উত্তরণে এখনও প্রয়োজন নীতিগত সহায়তা।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর পর প্রথম দেড় ঘণ্টায় প্রায় ৯২ কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। সূচক শুরু থেকেই ইতিবাচক ধারায় থাকায় বেশ কিছু খাত যেমন ব্যাংকিং, ওষুধ, ও আইটি খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রক সংস্থার কিছু ইতিবাচক পদক্ষেপ এই প্রবণতায় প্রভাব ফেলেছে।

অন্যদিকে সিএসই-তে দেখা গেছে ভিন্ন চিত্র। লেনদেনের প্রথম দিকে কিছু কোম্পানির দরপতনের কারণে সূচক নিচের দিকে নেমে আসে। বিশেষজ্ঞদের মতে, স্বল্পমেয়াদে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এই পতনের পেছনে মূল ভূমিকা পালন করেছে।

বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীরা বলছেন, স্থিতিশীল বাজার গঠনে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশে স্বচ্ছতা, সময়মতো ডিভিডেন্ড ঘোষণা, এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন জরুরি। তা না হলে বাজারে এই ধরনের অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

সপ্তাহের শেষে বাজারে এ ধরনের বিভাজিত চিত্র সাধারণ বিনিয়োগকারীদের দ্বিধায় ফেলেছে। তাই আগ্রহ ও ঝুঁকি দুটোর মধ্যেই ভারসাম্য রক্ষা করে বিনিয়োগে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

সর্বশেষ খবর