দেশের মুদ্রা বাজারে আজ মিশ্র সঙ্কেত লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক আর্থিক বাজারের ওঠাপড়ার প্রভাব পড়েছে আমাদের মুদ্রা বিনিময় হারেও। আজ বুধবার, মার্কিন ডলারের বিনিময় হার ১০৯.৫০ টাকা পর্যন্ত উঠেছে। এর পাশাপাশি ইউরো, ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি এবং অন্যান্য প্রধান মুদ্রার বিনিময় হারেও সামান্য ওঠানামা দেখা গেছে।
ইউরোর বিনিময় হার দাঁড়িয়েছে ১১৮.২০ টাকা, পাউন্ড স্টার্লিং ১৩৫.৭০ টাকা এবং ভারতীয় রুপি ১.৪৭ টাকা। চীনা ইউয়ানের দাম বর্তমানে ১৫.৭৫ টাকা, যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি। আন্তর্জাতিক বাজারে মুদ্রার ওঠাপড়া বাংলাদেশের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি এবং নানা রাজনৈতিক–অর্থনৈতিক ঘটনা এই ওঠানামার অন্যতম কারণ।
দেশের ব্যবসায়ীরা ও আমদানিকারকরা মুদ্রার এই পরিবর্তনকে বিশেষ নজরে রাখছেন। বিশেষ করে আমদানিতে ব্যয় বেড়ে যাওয়া এবং রফতানিতে প্রভাব পড়ার আশঙ্কায় সংশ্লিষ্টরা সতর্ক হয়ে উঠেছেন।
অর্থনীতিবিদরা মনে করেন, মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা ধরে রাখতে সরকারের কঠোর পদক্ষেপ ও নীতি বাস্তবায়ন অপরিহার্য। এর মাধ্যমে আমদানি ও রপ্তানি খাতে সুষ্ঠু সমন্বয় রক্ষা করা সম্ভব হবে।
মুদ্রা বিনিময়ের পাশাপাশি দেশের শেয়ারবাজারেও মিশ্র সংকেত পাওয়া যাচ্ছে। তবে আজকের প্রধান ফোকাস ছিল মুদ্রা বিনিময় হার এবং তার প্রভাব।