নওগাঁর রাণীনগরে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাজাদুল হক মন্ডল ওরফে সাজাদ (৬৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ মে) রাতে উপজেলার আবাদপুকুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত সাজাদুল হক মন্ডল উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামের মৃত জাছের আলী মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, সাজাদুল হক রাণীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত একটি মামলার চার্জশিটভুক্ত আসামি। “বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে,” বলেন ওসি।
উল্লেখ্য, রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে আগেও একই ধরনের একাধিক মামলায় বিভিন্ন রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনশৃঙ্খলা রক্ষায় তারা সক্রিয়ভাবে কাজ করছে।