কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এন্টারপ্রেনারশিপ এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) উদ্যোগে সময় ব্যবস্থাপনা বিষয়ক একটি সেমিনার আয়োজিত হয়েছে।
২২শে মে( বৃহস্পতিবার) বিকাল সাড়ে তিনটায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। তিনি তাঁর লেকচারে সময় ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। কিভাবে প্রতিনিদের ২৪ ঘন্টা সময়ের সদ্ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন। তিনি সময় ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করে ইদোউ কোয়েনিকানের একটি বিখ্যাত উক্তি কোড করে বলেন, ‘সময় ব্যবস্থাপনাই জীবন ব্যবস্থাপনা’।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রেনাশিপ এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি সাহারিয়ার আলম সাফল্য বলেন,’আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় স্কিলগুলোর সমন্বয়ে একটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছি। যার নাম হচ্ছে ” ফান্ডামেন্টাল স্কিল 1.O ”। এখানে ৬ টা সেশন থাকবে যেমন,পাবলিক স্পিকিং, টাইম মেনেজমেন্ট ইত্যাদি। এই ছয়টা সেশন ৬দিনে অনুষ্ঠিত হবে।’
তিনি আরো বলেন,’আমাদের একটাই উদ্দেশ্য যে স্কিলসগুলো শিখতে শিক্ষার্থীদের অনেক টাকার প্রয়োজন হয় তা আমরা সুলভ মূল্যে কিংবা ক্ষেত্রবিশেষে ফ্রি-তে ব্যবস্থা করে দিতেছি। যারা আমাদের এই ৬টা সেশন শেষ করবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, যা তারা পরবর্তিতে তাদের সিভিতে সংযুক্ত করতে পারবে।পরিশেষে আমাদের একটাই লক্ষ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষ থেকেই যেন শিক্ষার্থীরা দক্ষতা সম্পন্ন হয়ে উঠে।’