Homeজেলাধামইরহাটে সমাজকল্যাণ পরিষদ কর্তৃক অসুস্থ্য ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান

ধামইরহাটে সমাজকল্যাণ পরিষদ কর্তৃক অসুস্থ্য ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান

নওগাঁর ধামইরহাটে অসহায়, দরিদ্র ও অসুস্থ ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজসেবা অফিসের আয়োজনে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৩ জন উপকারভোগীর মাঝে মোট ৫০ হাজার টাকা বিতরণ করেন ধামইরহাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জেনমিন আকতার।

সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার মি. খবির চন্দ্র মাহাতো, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সাবেক সভাপতি আব্দুল আজিজ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত এবং সাংবাদিক মুমিনুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। সমাজের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই সমাজকল্যাণের মূল উদ্দেশ্য।”

সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম বলেন, “এই অনুদান উপকারভোগীদের চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক সঙ্কট মোকাবেলায় সহায়ক হবে বলে আশা করছি। ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে।”

অনুদানপ্রাপ্ত একজন বয়স্ক নারী আবেগজড়িত কণ্ঠে বলেন, “এই টাকা আমার জন্য বড় সহায়তা। অনেক দিন ধরে ওষুধ কিনতে পারছিলাম না। এখন অন্তত চিকিৎসাটা চালিয়ে যেতে পারবো।”

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও প্রতিনিধিরা সরকারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং সহায়তার পরিধি আরও বাড়ানোর দাবি জানান।

উল্লেখ্য, ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিস প্রতি বছরই অসহায় জনগোষ্ঠীর কল্যাণে এমন সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

সর্বশেষ খবর