Homeজাতীয়আজকের গুরুত্বপূর্ণ খবর, সারাদেশের আপডেট

আজকের গুরুত্বপূর্ণ খবর, সারাদেশের আপডেট

রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে দুদকের একটি চিঠি ঘিরে, যেখানে আওয়ামী লীগ সভাপতির সম্পদ বিবরণীতে অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। অন্যদিকে, বিএনপি এক বিবৃতিতে সরকারকে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছে, নতুবা রাজনৈতিক সমঝোতা সম্ভব নয় বলে হুঁশিয়ারি দেয়।

শিক্ষা অঙ্গনেও দিনটি ছিল আলোচিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে। বিশ্ববিদ্যালয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছিল প্রশাসনিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আন্দোলন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযানে ১,৫০০-এর বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অনেকেই মাদক ও সন্ত্রাস সংশ্লিষ্ট মামলার আসামি। চাঁপাইনবাবগঞ্জে পৃথক এক অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আবহাওয়ার অবস্থা কিছুটা উত্তপ্ত। ঢাকা, চট্টগ্রামসহ চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আবহাওয়া অধিদপ্তর সামুদ্রিক অঞ্চলগুলোতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

অর্থনীতিতে ভালো খবর এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে। বিদেশে ভাষা শিক্ষা কোর্সের অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা হয়েছে। একইসঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেটের মাসিক খরচ ২০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে টেলিযোগাযোগ বিভাগ, যা দেশের প্রযুক্তি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

বিনোদনপ্রেমীদের জন্য সুখবর, আগামীকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে দুইটি বড় বাজেটের হলিউড ছবি—‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’ এবং মার্ভেল স্টুডিওর ‘থান্ডারবোল্টস’।

সর্বশেষ খবর