দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আজ দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকলেও ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং অন্যান্য প্রধান মুদ্রার হারে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বৈদেশিক বাণিজ্য এবং প্রবাসী আয়ের উপর ভিত্তি করে প্রতিদিন দেশের অর্থনীতিতে এই হার পরিবর্তিত হয়ে থাকে।
আজ ব্যাংক ও খোলাবাজারে মার্কিন ডলারের ক্রয়মূল্য ১২২ টাকা এবং বিক্রয়মূল্য ১২২.৮০ টাকা। এটি গত কদিন ধরে স্থিতিশীল থাকলেও রেমিট্যান্স প্রবাহে সামান্য চাপ পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইউরোর দাম কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ক্রয়ে ১৩৫.১০ টাকা এবং বিক্রয়ে ১৪০.৭৬ টাকা। একইসঙ্গে ব্রিটিশ পাউন্ডের দরও বেড়েছে, যা আজ বিক্রয়ে পৌঁছেছে ১৬৬.৪০ টাকায়।
এছাড়া ভারতীয় রুপি বিক্রয় হচ্ছে ১.৫০ টাকা দরে এবং সৌদি রিয়াল ৩৩ টাকায়। সংযুক্ত আরব আমিরাতের দিরহাম বিক্রি হচ্ছে ৩৩.৭০ টাকায়। চীনা ইউয়ান, অস্ট্রেলিয়ান ডলার ও সিঙ্গাপুর ডলারের বিনিময় হারেও সামান্য উত্থান দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ডলারের আধিপত্য কিছুটা কমলেও দেশের আমদানি চাহিদা বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়েছে। এর প্রভাবে অন্যান্য মুদ্রার বিনিময় হারে পার্থক্য দেখা দিচ্ছে।