Homeরাজনীতি২০ টাকার নতুন নোটে মন্দিরের ছবি, বাতিল চায় হেফাজত

২০ টাকার নতুন নোটে মন্দিরের ছবি, বাতিল চায় হেফাজত

বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত নতুন ২০ টাকার নোটে মসজিদের পরিবর্তে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযোজনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি একে দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতির ওপর ‘গভীর আঘাত’ বলে উল্লেখ করেছে।

বুধবার (৪ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় প্রতীকসমূহে ইসলামি সংস্কৃতি ও চেতনার প্রতিফলন থাকা অত্যাবশ্যক। ২০ টাকার নোটে মসজিদের জায়গায় মন্দির ও বিহারের ছবি যুক্ত করা সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসে আঘাত হানে।”

পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে বিতর্কিত নোট ছাপা ও প্রচারে ক্ষোভ জানিয়ে তারা বলেন, “এই উদ্যোগ জাতীয় ঐক্য বিনষ্টের পথে একটি বিপজ্জনক সঙ্কেত। সরকারকে এ বিষয়ে জনগণের আবেগ ও মূল্যবোধের প্রতি সংবেদনশীল হতে হবে।”

হেফাজত নেতারা নতুন নোট বাতিল করে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধা রেখে পুনরায় নকশা প্রণয়নের দাবি জানান। সেই সঙ্গে, এই সিদ্ধান্তের পেছনে যাঁরা দায়ী, তাঁদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।

তারা ইসলামি মূল্যবোধে বিশ্বাসী সব রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এ বিষয়ে প্রতিবাদ জানাতে আহ্বান করেন এবং দেশব্যাপী সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিবৃতির শেষাংশে হেফাজতের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঐক্য ও ইসলাম রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর