বাংলাদেশের আন্তঃব্যাংক মুদ্রা বিনিময় বাজারে আজ সামান্য ওঠানামির মধ্যে দিয়ে দিন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্য নির্ধারিত হয়েছে ১২৩.০০ টাকা, যেখানে সর্বনিম্ন হার ১২২.৯৫টাকা এবং ওয়েটেড এভারেজ রেট দাঁড়িয়েছে ১২২.৯৭৭৪ টাকা । গতকালের তুলনায় হার অপরিবর্তিত থাকলেও বাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে স্পট ভলিউম, যা ছিল ১৮৪.২৯৫ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, আজ ইউরো, পাউন্ড, ইয়েন, রুপি এবং অন্যান্য মুদ্রার বিনিময় হারেও সামান্য তারতম্য হয়েছে। যেমন, ইউরোর ক্রয় হার ছিল ১৩৯.৭৯ টাকা , বিক্রয় হার ১৩৯.৮৮ টাকা। পাউন্ডের ক্ষেত্রেও হার ছিল যথাক্রমে ১৬৬.১৬ টাকা ও টাকা ১৬৬.২৮।
এদিকে, বাণিজ্যিক ব্যাংকগুলোর হার কিছুটা ভিন্ন। উদাহরণস্বরূপ, ব্র্যাক ব্যাংকে আজ ক্যাশ ডলারের হার ধরা হয়েছে ১২৩.৭৫ টাকা, আর টেলিগ্রাফিক ট্রান্সফার ও ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে হার ছিল ১২২.৫০ টাকা।
অর্থনীতিবিদদের মতে, দেশের বৈদেশিক লেনদেন, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক রিজার্ভ পরিস্থিতির ওপর ভিত্তি করে এই হার প্রতিদিনই সামান্য পরিবর্তিত হয়। ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য নিয়মিত হালনাগাদ তথ্য জানা অত্যন্ত জরুরি।