জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, দেশের রাজনীতি একটি গভীর আস্থাহীনতার মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘জুলাই সনদ’ নামক একটি সর্বজনীন রাজনৈতিক রূপরেখা প্রণয়নের প্রস্তাব দিয়েছেন তিনি।
রোববার ঢাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন যেন শুধুই একটি প্রক্রিয়া না হয়ে পড়ে, বরং সেটি হতে হবে রাজনৈতিক সংস্কার ও নতুন সামাজিক চুক্তির সূচনাবিন্দু। সেই লক্ষ্যেই ‘জুলাই সনদ’ প্রণয়ন করতে হবে।”
তিনি ব্যাখ্যা করেন, এ সনদ হবে রাজনৈতিক জবাবদিহিতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা, বিরোধী দলের বাস্তব ভূমিকা এবং দলে দলে সংলাপের ভিত্তিমূল। এটি কোনো একক দলীয় গঠনতন্ত্র নয়—বরং একটি নাগরিকমুখী, অন্তর্ভুক্তিমূলক দলিল হিসেবে কাজ করবে।
এনসিপির পক্ষ থেকে প্রস্তাবিত সনদে অন্তর্ভুক্ত থাকতে পারে—নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, রাজনৈতিক সহিংসতা বন্ধে যৌথ প্রতিশ্রুতি, মানবাধিকার রক্ষায় বাধ্যবাধকতা, এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ।
নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই সবাই মিলে এই সনদ প্রণয়ন করি। এতে রাজনীতি আবার মানুষের আস্থার জায়গায় ফিরে আসবে।”
তিনি জানান, জুলাই মাসের শুরুতেই এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব প্রকাশ করা হবে, যাতে নাগরিক সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং তরুণ প্রতিনিধিরাও মতামত দিতে পারেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন একটি রাজনৈতিক রূপরেখা যদি সর্বদলীয় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা যায়, তবে তা আগামী নির্বাচনের অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক হবে।
নাহিদ ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, “জুলাই সনদ যদি গণভিত্তিক হয়, তবে তা হয়ে উঠতে পারে ভবিষ্যৎ রাজনীতির এক নতুন অধ্যায়।”