রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হওয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন।
তিনি বলেন, “সংবিধানে বলা আছে, সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু তা না করায় এটি একটি সরাসরি সাংবিধানিক লঙ্ঘন।”
শনিবার (১ জুন) বিকেলে মতিঝিলে কৃষি ব্যাংক ভবনে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মাহবুব উদ্দিন আরও বলেন, “নির্বাচনকে বিলম্বিত করে দেশের পরিস্থিতি আরও জটিল করে তোলা হচ্ছে। এমন চলতে থাকলে নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে উঠবে। সেই সঙ্গে এ সরকারের অধীন নির্বাচন আদৌ হবে কিনা, তা নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে।”
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতো ‘ভোটবিহীন’ সরকার ব্যবস্থার প্রতিচ্ছবি। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই পদ্ধতি আর টিকবে না।”
সভায় সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, “জিয়াউর রহমান ছিলেন মহান উদারতাসম্পন্ন রাষ্ট্রনায়ক। যিনি শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দিয়েছিলেন। অথচ তিনিই বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন।”
বক্তারা বলেন, সংবিধান লঙ্ঘনের এই অভিযোগ কোনো সাধারণ বিষয় নয়। নির্বাচন কমিশন ও দায়িত্বশীল সরকারী ব্যক্তিদের অবশ্যই এ বিষয়ে জবাবদিহি করতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।