দুই চীনা বিজ্ঞানীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে বিষাক্ত ছত্রাক পাচারের অভিযোগ ওঠার পর চীন-বিষয়ক একজন শীর্ষস্থানীয় মার্কিন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সতর্ক না হয়, তাহলে করোনাভাইরাসের চেয়েও ‘ভয়াবহ কিছু’ ঘটতে পারে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৩৩ বছর বয়সি ইউনকিং জিয়ান এবং তার প্রেমিক জুনিয়ং লিউ (৩৪), ‘ফুসারিয়াম গ্রামিনিয়ারাম’ নামক একটি ছত্রাক যুক্তরাষ্ট্রে পাচারের ‘ষড়যন্ত্র’ করেছিলেন বলে অভিযোগ রয়েছে, যা ‘মাথার ক্ষয়’ সৃষ্টি করে। এটি গম, বার্লি, ভুট্টা এবং ধানের একটি রোগ বলে উল্লেখ করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগ বলছে, বিজ্ঞানে এই ছত্রাককে ‘সম্ভাব্য কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে এবং প্রতি বছর তা কোটি কোটি ডলারের ক্ষতি করে। এটি মানুষ ও গবাদি পশুর বমি, লিভারের ক্ষতি এবং প্রজনন ত্রুটি সৃষ্টি করে।
বলা হচ্ছে, ওই দম্পতি পূর্বে চীনে ছত্রাকের ওপর কাজ করেছেন।
মামলাটির প্রসঙ্গ টেনে চীনা-বিষয়ক শীর্ষ একজন মার্কিন বিশেষজ্ঞ গর্ডন জি চ্যাং ফক্স নিউজকে বলেন, ‘এই দম্পতির এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।’
চীন-বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ গর্ডন জি চ্যাং। ছবি: সংগৃহীত
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে তারা হয়তো কোভিডের চেয়ে আরও খারাপ কিছুর শিকার হতে পারে।
প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির নেপথ্যে থাকা নভেল করোনাভাইরাস (SARS-CoV-2)-এর উৎপত্তি নিয়ে বড় বিতর্ক রয়েছে। কারণ কিছু বিশেষজ্ঞের দাবি, করোনাভাইরাস চীনের একটি ল্যাবে তৈরি করা হয়েছিল।