Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের টিকাবিষয়ক কমিটির সব সদস্য বরখাস্ত

যুক্তরাষ্ট্রের টিকাবিষয়ক কমিটির সব সদস্য বরখাস্ত

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির টিকাবিষয়ক বিশেষজ্ঞ কমিটিতে থাকা সব সদস্যকে বরখাস্ত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। স্থানীয় সময় সোমবার (৯ জুন) তিনি এ ঘোষণা দেন।

মার্কিন স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাদের প্রত্যেকের স্থলে দ্রুত নতুনদের নিয়োগ দেয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আমেরিকার বিজ্ঞানীদের একটি অংশ টিকা নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন কয়েক বছর ধরেই। তাদের দাবির মুখে এই সিদ্ধান্ত নিলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র।

প্রতিবেদনে বলা হয়, কেনেডি নিজেও টিকা নিয়ে কয়েক বছর ধরেই সন্দেহ প্রকাশ করে আসছেন। মার্কিন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি সমালোচনা করেছেন অনেকবার। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর একের পর নতুন উদ্যোগ নিয়েছেন কেনেডি।

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী দেশটির খাদ্য ও ওষুধ ব্যবস্থায়ও আমূল পরিবর্তন আনতে চাইছেন। সেই পদক্ষেপের অংশ হিসেবে এবার টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন।

তবে স্বাস্থ্যমন্ত্রী টিকা কমিটির সবাইকে বরখাস্ত করায় স্বাস্থ্য ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা উঠে যাবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। কেননা এই কিমিটিই এতদিন পরামর্শ দিয়ে এসেছেন, কীভাবে ও কাদের টিকা দেওয়া যাবে। তবে কেনেডি বলছেন, তিনি আশা করছেন, এই সিদ্ধান্তের পর মানুষের আস্থা আরও বাড়বে।

এ নিয়ে মার্কিন স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে কেনেডি বলেন, ‘আজ আমরা যেকোনো নির্দিষ্ট টিকাপন্থি বা টিকাবিরোধী এজেন্ডার চেয়ে জনসাধারণের আস্থা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিচ্ছি।’

কেনেডির দাবি, কমিটি স্থায়ী স্বার্থের দ্বন্দ্বে জর্জরিত। এটি নিতান্তই যেকোনো টিকাকে অনুমোদন দেয়ার একটি সিলমারা সংস্থায় পরিণত হয়েছে।

বহিষ্কৃত সদস্যদের সবাই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পেয়েছিলেন। কেনেডি আরও বলেন, বহিষ্কার হওয়া সদস্যদের জায়গায় নতুন সদস্যদের নিয়োগ দেয়ার কথা ভাবা হচ্ছে।

সর্বশেষ খবর