বুধবার, মে ৩১, ২০২৩

পঞ্চগড়ে বিএনপির গন মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত অর্ধশত নিহত ১

Date:

এ সম্পর্কিত পোস্ট

ধোনির কাছে হারায় আফসোস নেই পান্ডিয়ার

আইপিএল ইতিহাসে সম্ভবত সেরা ফাইনাল উপভোগ করেছে দর্শকরা। শেষ...

চীনে তরুণদের বেকারত্বে রেকর্ড

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে বেকারত্ব বেড়ে গেছে।...

কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া

কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার (৩১মে)...

বাংলাদেশি শিশুর চিঠির জবাব দিলেন শি জিনপিং

চীনের মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা ব্যক্ত করে চীনের প্রেসিডেন্ট...

দেবের নায়িকা হচ্ছেন ‘মিঠাই’

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান।...
 সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড়ে বিএনপির গন মিছিলে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়ায় এক বিএনপি নেতা নিহত হয়েছে। নিহত আব্দুর রশিদ আরেফিন (৫১) ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ সময় ১০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জনের ও বেশি আহত হন।

শনিবার বিকাল ৩টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গন মিছিল বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কমপক্ষে ৫০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে এবং শটগান ব্যবহার করলে ও পুলিশ গুলি করার কথা অস্বীকার করেছেন। নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের বাড়ি পঞ্চগড়ের বােদা উপজেলার পাথরাজ এলাকায়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা গণমিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে শতাধিক রাবার বুলট, শটগান ও টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপি নেতা-কর্মীরাও ইট পাটকেল নিক্ষেপ করে।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল জানান, আমাদের শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি ঘােলা করছে। পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও শটগান চালায় এতে আমাদের একজন নেতা নিহত ও অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.তৌফিক আহম্মেদ একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কিভাবে মারা গেছে তা এখনো নিশ্চিত করে বলা যায়না। তবে ময়নাতদন্তের পর জানা যাবে।

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, আব্দুর রশিদ নামে এক ব্যক্তি মারা যাওয়া বিষয়ের সাথে আজকের ঘটনার কোন সম্পর্ক নাই। আমরা কােন গুলি করিনি। তাই গুলিতে মারা যাওয়ার প্রশই উঠেনা। আমরা বলেছি শান্তিপূর্ণভাবে মিছিল করতে কিন্তু তারা লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে এসেছে এবং আমাদের উপর ইটপাটকেল ছুড়ছে। তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ারসেল ছুড়েছি। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here