মঙ্গলবার, জুন ৬, ২০২৩

নির্বাচনকালীন সরকার নিয়ে দুই মেরুতে আ. লীগ-বিএনপি

Date:

এ সম্পর্কিত পোস্ট

মেসির সঙ্গে চুক্তি পাকাপোক্ত করতে প্যারিসে আল-হিলালের কর্তারা

লিওনেল মেসি ও পিএসজির দুবছরের সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে...

আল ইত্তিহাদে যারা হবেন বেনজেমার সতীর্থ

রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড গড়ে...

ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণের দায়ে সাতজনের শাস্তি

চলতি মৌসুমে ভিনিসিউস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণ মারাত্মক আকার...

আংশিক বিধ্বস্ত খেরসনের কৌশলগত গুরুত্বপূর্ণ নোভা কাখোভকা বাঁধ

ইউক্রেনের কাছ থেকে নিয়ন্ত্রণে নেয়া অঞ্চল খেরসেনের একটি গুরুত্বপূর্ণ...

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নৌ জোট গঠনের ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এবং প্রতিবেশী বেশ কয়েকটি দেশ...

দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি এক বছর। এখন পর্যন্ত নির্বাচনকালীন সরকার নিয়ে দুই মেরুতে দেশের বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি।

দুই মাস বিভাগীয় সমাবেশ শেষে মাঠের আন্দোলন জোরদারের অংশ হিসেবে সংসদ থেকেও পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। সমমনা ৩৬টি দল নিয়ে যুগপৎ কর্মসূচি দিয়ে সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে বিএনপি। যদিও মহাসচিবসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা জেলে।

অন্যদিকে সরকারবিরোধী আন্দোলন মোকাবিলা ও নির্বাচন নিয়ে জাতীয় সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক প্রস্তুতি সেরেছেন ক্ষমতাসীন দল।

বিএনপির প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরা মনে করেন সরকারের প্রতি জনগণের ক্ষোভ রয়েছে। চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারলে সুফল পাবে দলটি। আবার কেউ বলছেন, অতীত কর্মকাণ্ডে জনবিচ্ছিন্ন বিএনপি। তাদের আন্দোলন জনগণের মাঝে কতটা সাড়া জাগাতে পারবে সেই প্রশ্ন থেকেই যায়।

সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাওয়া উচিত। বিএনপির প্রতি মানুষের কতটুকু ভক্তি আছে জানি না, তবে সরকারের প্রতি যে ক্ষোভ আছে সেটাই ১০ ডিসেম্বরের মহাসমাবেশে দেখা গেছে।’  

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের পর প্রথমে সংসদে না যাওয়ার ঘোষণা, তারপর শপথ নেয়া, এখন আবার পদত্যাগ- সব মিলিয়ে সাংঘর্ষিক সিদ্ধান্তের কারণে ১০ ডিসেম্বর কৌশলগত পরাজয় হয়েছে বিএনপির।

তারেক জিয়া চলে আসবেন, খালেদা জিয়া বক্তব্য দেবেন- বিএনপি নেতারা এসব কথা খুব চিন্তা করে বলেছেন বলে মনে করেন না রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মো. শহীদ খান। তিনি বলেন, ‘এসব বক্তব্য দিয়ে বিএনপি নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন। শেষ পর্যন্ত গোলাপবাগে যেতে হয়েছে। এখন হয়তো নেতারা চিন্তা করছেন উত্তপ্ত বক্তব্য দেয়া ঠিক হয়নি।’

শহীদ খান বলেন, বিএনপি সামনে আরও কর্মসূচি দেবে। সেখানে তারা কতটা জনগণকে সম্পৃক্ত করতে পারে তার ওপরই নির্ভর করবে তাদের আন্দোলন কতটা সফল হবে।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ নিয়ে উত্তাপ ছিল। এবার দলটির ৩০ ডিসেম্বরের গণমিছিল নিয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here