মঙ্গলবার, জুন ৬, ২০২৩

একযুগ পরে প্রাথমিকে হঠাৎ ফিরে এল বৃত্তি পরীক্ষা!

Date:

এ সম্পর্কিত পোস্ট

মেসির সঙ্গে চুক্তি পাকাপোক্ত করতে প্যারিসে আল-হিলালের কর্তারা

লিওনেল মেসি ও পিএসজির দুবছরের সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে...

আল ইত্তিহাদে যারা হবেন বেনজেমার সতীর্থ

রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড গড়ে...

ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণের দায়ে সাতজনের শাস্তি

চলতি মৌসুমে ভিনিসিউস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণ মারাত্মক আকার...

আংশিক বিধ্বস্ত খেরসনের কৌশলগত গুরুত্বপূর্ণ নোভা কাখোভকা বাঁধ

ইউক্রেনের কাছ থেকে নিয়ন্ত্রণে নেয়া অঞ্চল খেরসেনের একটি গুরুত্বপূর্ণ...

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নৌ জোট গঠনের ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এবং প্রতিবেশী বেশ কয়েকটি দেশ...

এক যুগ পর আবারও ফিরে এল প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। মাসখানেক আগে হুট করে নতুন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। পর্যাপ্ত সময় না দিয়ে তড়িঘড়ি করে তারিখ ঘোষণাকে অপরিকল্পিত বলছেন, শিক্ষার্থী ও অভিভাবকরা। আর শিক্ষাবিদরা বলছেন, নতুন শিক্ষাক্রমে পরীক্ষা কমানোর কথা বলা হলেও হুট করে এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়বে।

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। ২০০৮ সালে সবশেষ এই পরীক্ষা হয়েছিল।

পরের বছর ২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হলে বাদ হয়ে যায় প্রাথমিকে বৃত্তি পরীক্ষা। সমাপনী পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেয়া হতো বৃত্তি। করোনার কারণে অনুষ্ঠিত হয়নি প্রাথমিকের সমাপনী পরীক্ষা।

সম্প্রতি শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে নানা মহল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল করার দাবি উঠলেও গত ২৮ নভেম্বর হুট করেই আন্তঃমন্ত্রণালয় সভায় আবারও এক যুগের আগের সেই বৃত্তি পরীক্ষা পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বলা হয়, মোট শিক্ষার্থীর ২০ শতাংশকে বসতে হবে এই পরীক্ষায়।

বার্ষিক পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের জানানো হয় এবারই হবে বৃত্তি পরীক্ষা। ফলে শিক্ষার্থীদের আলাদা দুটি পরীক্ষায় বসতে হচ্ছে। আর শুধু বার্ষিক নয়, নতুন করে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসও পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

একই সময়ে একদিকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া, তার ওপর বৃত্তি পরীক্ষা। তাই সন্তানদের নিয়ে বিপাকে অভিভাবকরা। আর শিক্ষকরা বলছেন, বার্ষিক পরীক্ষা পরবর্তী ছুটিতে শিক্ষার্থীদের ওপর বৃত্তি পরীক্ষার বোঝা ভালো ফল বয়ে আনবে না।

প্রাথমিক পর্যায়ে কেবল বিদ্যালয়ভিত্তিক মূল্যায়ন পদ্ধতির ওপর জোর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ  সৃষ্টি হবে। নতুন পরীক্ষার সুযোগে সম্প্রসারিত হবে নোট-গাইডের বাজার ও কোচিং বাণিজ্য। পর্যাপ্ত সময় না দিয়ে তড়িঘড়ি করে তারিখ ঘোষণা অপরিকল্পিত।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। শিক্ষার্থীদের ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞান- এই চারটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here