বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

ফিলিপাইনে ভয়াবহ বন্যায় নিহত ১৩, নিখোঁজ ২৩

Date:

এ সম্পর্কিত পোস্ট

আর্জেন্টিনার পর জিতে চলেছে ম্যারাডোনার ক্লাবগুলোও

২০২০ সালে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন ফুটবল...

আর্জেন্টিনায় বিশ্বকাপ খেলতে গিয়ে বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান ফুটবলার

দিন কয়েক আগেই ভিনিসিউস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণ নিয়ে...

মার্টিনেজকে আনতে তৎপরতা শুরু করেছে বিকাশ

বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে আনতে তৎপরতা শুরু করেছে বিকাশ।...

ধোনির কাছে হারায় আফসোস নেই পান্ডিয়ার

আইপিএল ইতিহাসে সম্ভবত সেরা ফাইনাল উপভোগ করেছে দর্শকরা। শেষ...

চীনে তরুণদের বেকারত্বে রেকর্ড

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে বেকারত্ব বেড়ে গেছে।...

ফিলিপাইনে ক্রিসমাস ডে থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৩ জন। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষকে। ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিসমাস ডে থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরের অন্তত ১ লাখ ৬৬ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষকে।

ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, প্রাণহানির বেশির ভাগই হয়েছে আকস্মিক বন্যার কারণে। নিহতের মধ্যে এক বছরের শিশু থেকে শুরু করে ৬৮ বছরের বৃদ্ধাও রয়েছেন। রাজধানী ম্যানিলা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্যামরিনিস সার এবং দক্ষিণের মিসামিসে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও থেকে দেখা গেছে, ফিলিপাইনের কোস্টগার্ড, পুলিশ এবং দমকলকর্মীরা কোমরসমান পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেনে এবং ভূমিধসে বিধ্বস্ত এলাকা, বন্যায়ে প্লাবিত গ্রামগুলোর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাচ্ছে। 
স্থানীয় সংবাদমাধ্যম ইনকোয়ারার ডট নেট জানিয়েছে, নদীর পানি বেশি হয়ে যাওয়ায় অন্তত ১২টি সড়ক ডুবে গেছে। ফলে এসব অঞ্চলের সঙ্গে বাইরের অধিকাংশ যোগাযোগব্যবস্থাই বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার নাগাদ এসব অঞ্চলের অন্তত ২০টিরও বেশি এলাকা বিদ্যুৎ সংযোগবিহীন ছিল।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here