বুধবার, মে ৩১, ২০২৩

অবসর নিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা

Date:

এ সম্পর্কিত পোস্ট

রোনালদোর সমান বেতনে সৌদি ক্লাবে যাবেন বেনজেমা!

ক্লাব ফুটবলের তীর্থস্থান হিসেবে ইউরোপ মহাদেশকেই বিবেচনা করা হয়।...

ভক্তদের ভালোবাসায় আরও এক মৌসুম খেলতে চান ধোনি

উত্তেজনায় ঠাসা আরেকটি আইপিএল আসর শেষ হলো। নাটকীয় ম্যাচে...

বিশ্বকাপকে টেক্কা দেওয়া আইপিএল শেষে কার পকেটে গেল কত টাকা

রুদ্ধশ্বাস ফাইনালের মধ্য দিয়ে নামল আইপিএলের ষোলোতম আসরের পর্দা।...

এক সমুচার দাম ৪০০ টাকা!

সমুচা খেতে কে না ভালোবাসে! সমুচা পছন্দ করে না...

তারেক-জোবাইদার মামলায় সাক্ষ্য নিয়ে আদালতে হট্টগোল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

রাশিয়া বিশ্বকাপে শিরোপার স্বাদ পান ফ্রান্সের ব্লেইস মাতুইদি। এই তারকা সব ধরনের ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন।

মাতুদি এক বছর আগে সবশেষ ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এবারের মৌসুমে ইন্টার মিয়ামির স্কোয়াড থেকেও এই মিডফিল্ডার বাদ পড়েন। পিএসজির হয়ে মাতুইদি লিগ ওয়ানের ও জুভেন্টাসের হয়ে সিরি আ জিতেছেন। এর আগে মাতুইদি সেইন্ট-এতিয়েন ও তুলসেতে খেলেছেন।

ফ্রান্সের হয়ে ৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাতুইদি। ২০১০ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৯টি গোল করেছেন তিনি। ইউটিউবে এক ভিডিও বার্তায় মাতুইদি বলেছেন, ‘পেশাদার ফুটবলার হিসেবে আমি ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিচ্ছি। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ আমার হয়েছে।’

মাতুইদি আরও বলেন, ‘ফ্রান্সের জার্সি পরেছি, পরিবারকে সর্বোচ্চ স্থান দিয়েছি, আবেগের সঙ্গে জীবন কাটিয়েছি। আর এসব সঙ্গে নিয়ে জীবনের বাকি সময়টা পার করে দিতে চাই। আমার মস্তিস্ক, আমার হৃদয় আমাকে জানিয়েছে এখানেই থেমে যেতে। একইসাথে আমাকে জানিয়েছে যারা আমার ঘনিষ্ঠ, আমার স্ত্রী, আমান সন্তান, তাদের সম্পর্কে চিন্তা করার সময় এসেছে। আমার মনে হয়েছে অবসরের জন্য এর থেকে ভালো কোনো সময় হতে পারে না।’

২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতে ফ্রান্স। সেই ম্যাচে দলের মূল একাদশে ছিলেন মাতুইদি। যদিও ফাইনালে কোনো গোল-অ্যাসিস্ট করতে পারেননি তিনি। তবুও মাঝমাঠে ফ্রান্স দলের অন্যতম শক্তিতে পরিণত হয়েছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here