শুক্রবার, জুন ৯, ২০২৩

নারীকে চাপা দিয়ে ২০ কিমি টেনে নিল গাড়ি, আটক ২

Date:

এ সম্পর্কিত পোস্ট

কবে মিয়ামির হয়ে অভিষেক হতে পারে মেসির?

পিএসজি ছাড়ার পরই মেসিকে নিয়ে নানান গুঞ্জন শুরু হয়।...

মেসির এক ঘোষণায় টিকিটের দাম বাড়ল ১০৩৪ শতাংশ

মেসির মূল্য যে কত, তা তার এক ঘোষণাতেই টের...

ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ যারা

ক্যারিয়ারে প্রথমবার ইউরোপের শীর্ষসারির ক্লাবের বাইরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন...

মেসির সিদ্ধান্তের পর লাফিয়ে বাড়ছে ইন্টার মিয়ামির ফলোয়ার

মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিকে কয়জনই বা চিনত!...

তাকদীরের তেলেগু রিমেক আসছে, জানালেন অভিনেতা

চঞ্চল চৌধুরী অভিনীত ‘তাকদীর’ ওয়েব সিরিজের এবার তেলেগু রিমেক...

ভারতের দিল্লিতে এক নারীকে গাড়িচাপা দিয়ে প্রায় ২০ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ। এদিকে আটককৃতদের শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি। সোমবার (২ জানুয়ারি) সুলতানপুরী থানার সামনের রাস্তায় নেমে আসেন নিহতের পরিবারের সদস্য ছাড়াও শতশত সাধারণ মানুষ।

স্কুটিতে ধাক্কা মারার পর এক নারীকে টেনেহিঁচড়ে প্রায় ২০ কিলোমিটার নিয়ে যাওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার (২ জানুয়ারি) অভিযুক্তদের গ্রেফতারের পর সুলতানপুরী থানার সামনে দাড়িয়ে নিহতের পরিবারের সদস্য ছাড়াও অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করেন শত শত মানুষ। থানার সামনে দাঁড়িয়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। এ সময় তাদের বাধা দিতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। বিক্ষুব্ধরাও চড়াও হলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

এরই মধ্যে অভিযুক্তদের তিন দিনের পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ ছাড়া একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে অভিযুক্তদের ফাঁসিতে ঝোলানো উচিত বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১ জানুয়ারি) ভোরে দিল্লির উত্তর পশ্চিমাঞ্চলীয় সুলতানপুরীতে ওই নারীর স্কুটিতে ধাক্কা মারার পর তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একই রাস্তায় কয়েকবার গাড়িটি ঘুরতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে তারা ওই নারীকে গাড়ির নিচ থেকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

অভিযুক্ত যুবক বিজেপির সদস্য হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে চাইছে দিল্লি পুলিশ বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি। যদিও বিজেপি বলছে, অভিযুক্ত যে দলেরই হোক তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এর আগে ২০১৮সালের প্রকাশিত বৈশ্বিক বিশেষজ্ঞদের সমীক্ষায় ভারতকে নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। 

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here