রবিবার, জুন ৪, ২০২৩

ব্রাজিলের কোচ হচ্ছেন মরিনহো!

Date:

এ সম্পর্কিত পোস্ট

সিআইএ প্রধান গোপনে চীন সফর করেছেন: মার্কিন কর্মকর্তা

বর্তমান বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ...

অধিকাংশ মেয়েই পুরুষের দোষ দেখতে পান না

প্রবাসী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন নিজের ফেসবুক পেজে একটি...

১৯০ কোটি রুপির বাড়ি কিনলেন উর্বশী রাউতেলা!

মুম্বাইয়ের অভিজাত এলাকায় অট্টালিকা কিনলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। প্রয়াত...

জুড়ী উপজেলার যুবলীগের সহ সভাপতি কে হত্যার হুমকি

মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি।। শুক্রবার (৩ জুন) দুপুরে জুড়ী...

বাসে অপরিচিত নারীর জুতার ফিতা বেঁধে দিলেন মেসিদের কোচ

বিপদের সময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করে যাওয়া, সঠিক...

তিতের বিদায়ের পর ব্রাজিলের কোচের পদটা খালি পড়ে আছে। নেইমার-ভিনিসিউসদের পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছে বেশ কিছু নাম। এরই মধ্যে ব্রাজিলের সাবেক ফুটবলার কার্লোস আলবার্তো বোমা ফাটালেন। তিনি জানিয়েছেন, ব্রাজিলের পরবর্তী কোচ হতে চলেছেন এএস রোমার পর্তুগিজ কোচ হোসে মরিনহো।

ব্রাজিলের কোচ হিসেবে কখনো কোনো বিদেশি কোচ দায়িত্ব না পেলেও এবার সেই ঐতিহ্যের জায়গা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে দেশটির ফুটবলের নীতিনির্ধারকরা। পেপ গার্দিওলা, জিনেদিন জিদান, হোসে মরিনহোসহ বেশ কয়েকজন হাইপ্রোফাইল কোচের নাম বাতাসে গুঞ্জন হয়ে উড়ছে।

 তবে, এবার ব্রাজিল ও পর্তুগিজ ক্লাব পোর্তোর সাবেক খেলোয়াড় কার্লোস আলবার্তো দাবি করছেন, ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে সিরি ‘আর ক্লাব রোমার দায়িত্বে থাকা মরিনহোর নাম একরকম পাকা করে ফেলেছে কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবল (সিবিএফ)। শুধু তাই নয়, এই পর্তুগিজ কোচ নাকি এরই মধ্যে নিজের সহকারীর খোঁজেও নেমে পড়েছেন।

মুন্দো জিভির এক পডকাস্টে তিনি বলেন, ‘আমি সরাসরিই বলে দিচ্ছি। মরিনহো ব্রাজিলের পরবর্তী কোচ হচ্ছেন। এটাই খবর, যা আমি পাবলিকলি বলে দিচ্ছি।’

মাঠের ফুটবল থেকে অবসর নিয়ে এখন ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করা কার্লোস আলবার্তো ক্যারিয়ারের বেশিরভাগ সময় ব্রাজিলিয়ান লিগের ফুটবলে কাটালেও দুই মৌসুম মরিনহোর অধীনে পোর্তোয় কাটিয়েছিলেন। সেই সূত্রে কিংবদন্তি এই কোচের সঙ্গে তার সম্পর্কটা দারুণ। তিনি জানিয়েছেন, মরিনহো তার সহকারী হওয়ার জন্য এরই মধ্যে প্রস্তাবও দিয়েছেন তাকে।

এ এস রোমার দায়িত্বে থাকা মরিনহোকে নিয়ে গত মাস থেকেই বেশ কিছু গুঞ্জন ছড়িয়ে পড়ে। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসের পদত্যাগের রোনালদো-ব্রুনো ফার্নান্দেজদের সম্ভাব্য কোচের তালিকায় ছিল তার নামও। তবে, পর্তুগিজ ফুটবল ফেডারেশন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বেলজিয়ামের সাবেক কোচ রবার্তো মার্টিনেজকে।

সিরি ‘আর ক্লাবটির সঙ্গে মরিনহোর চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৪ সালে। ক্লাবটিকে ইতিহাসের প্রথমবার কোন ইউরোপিয়ান ট্রফি জেতানো কোচকে ক্লাবটিতে ধরে রাখতে আগ্রহী রোমার মালিকপক্ষ। তবে মরিনহোরে ইচ্ছাকে তারা সম্মান করবে বলে জানিয়েছে। 

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here