শুক্রবার, জুন ৯, ২০২৩

রামচরণ-এনটিআরের ছবির গান জিতল সেরার শিরোপা

Date:

এ সম্পর্কিত পোস্ট

কবে মিয়ামির হয়ে অভিষেক হতে পারে মেসির?

পিএসজি ছাড়ার পরই মেসিকে নিয়ে নানান গুঞ্জন শুরু হয়।...

মেসির এক ঘোষণায় টিকিটের দাম বাড়ল ১০৩৪ শতাংশ

মেসির মূল্য যে কত, তা তার এক ঘোষণাতেই টের...

ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ যারা

ক্যারিয়ারে প্রথমবার ইউরোপের শীর্ষসারির ক্লাবের বাইরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন...

মেসির সিদ্ধান্তের পর লাফিয়ে বাড়ছে ইন্টার মিয়ামির ফলোয়ার

মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিকে কয়জনই বা চিনত!...

তাকদীরের তেলেগু রিমেক আসছে, জানালেন অভিনেতা

চঞ্চল চৌধুরী অভিনীত ‘তাকদীর’ ওয়েব সিরিজের এবার তেলেগু রিমেক...

মুক্তির প্রথম দিনেই ‘আরআরআর’ শুধু ভারতেই নয়, দুনিয়াজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। ‘আরআরআর’ ছবিটি সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করার পাশাপাশি এখনো সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। এবার ‘আরআরআর’-এর প্রাপ্তির খাতায় যুক্ত হলো আরও এক অর্জন।বিদেশের মাটিতে ভারতীয় ছবির জয়জয়কার। এক দশক পর ফের গোল্ডেন গ্লোব এল দেশে। ‘আরআরআর’-এর জয়ের পর টুইট করলেন খোদ প্রধানমন্ত্রী।

বিশ্বের দরবারে সমাদৃত এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’। ‘নাটু নাটু’ গানের জন্য গোল্ডেন গ্লোব জেতে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি। বিদেশের মাটিতে ভারতীয় ছবির এই জয়জয়কারে গর্বিত দেশের প্রধানমন্ত্রীও। উচ্ছ্বসিত দেশবাসী। ছবির গোটা টিমকে শুভেচ্ছাবার্তা জানিয়ে নরেন্দ্র মোদী নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘অত্যন্ত আনন্দের দিন, আমি শুভেচ্ছা জানাতে চাই এই ছবির গোটা টিমকে। এই পুরস্কারে গর্বিত ভারত।’’

এ দিন অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। তিনি বলেন, ‘‘এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির। পাশাপাশি এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রামচরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ।’’

ভারতীয় ছবির এই সাফল্যের পর একে একে শুভেচ্ছাবার্তা আসতে থাকে তারকাদের তরফ থেকে। এক দশক আগে এ আর রহমানের হাতে ধরে প্রথম বার গোল্ডেন গ্লোবস আসে ভারতে। দ্বিতীয় বার এই পুরস্কার প্রাপ্তিতে সুরকার রহমান শুভেচ্ছাবার্তা জানান গোটা টিমকে। তিনি লেখেন, ‘‘অসামন্য, সারা ভারতবাসীর তরফ থেকে অনেক শুভেচ্ছা কীরাবাণী।’’

শনিবার লস অ্যাঞ্জেলেসে ছবির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন রাজামৌলি এবং ছবির অন্যতম অভিনেতা জুনিয়র এনটিআর। অস্কার কমিটির সদস্যরাও এই ছবি দেখার পর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here