মঙ্গলবার, জুন ৬, ২০২৩

কাতারে যেসব ঘটনা প্রথম দেখল ফুটবলবিশ্ব

Date:

এ সম্পর্কিত পোস্ট

মেসির সঙ্গে চুক্তি পাকাপোক্ত করতে প্যারিসে আল-হিলালের কর্তারা

লিওনেল মেসি ও পিএসজির দুবছরের সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে...

আল ইত্তিহাদে যারা হবেন বেনজেমার সতীর্থ

রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড গড়ে...

ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণের দায়ে সাতজনের শাস্তি

চলতি মৌসুমে ভিনিসিউস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণ মারাত্মক আকার...

আংশিক বিধ্বস্ত খেরসনের কৌশলগত গুরুত্বপূর্ণ নোভা কাখোভকা বাঁধ

ইউক্রেনের কাছ থেকে নিয়ন্ত্রণে নেয়া অঞ্চল খেরসেনের একটি গুরুত্বপূর্ণ...

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নৌ জোট গঠনের ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এবং প্রতিবেশী বেশ কয়েকটি দেশ...

গোলের পরিসংখ্যানেও এবারের কাতার বিশ্বকাপ সবার সেরা। এবারের টুর্নামেন্ট দেখেছে সর্বোচ্চ ১৭২ গোল। ফাইনালসহ সর্বোচ্চ ৫টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে ট্রাইব্রেকারে। একটার পর একটা কৃর্তি গড়েছেন মেসি-এমবাপ্পেরা। ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন টানা পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড।

কিংবদন্তিদের প্রস্থান, চোখের জলে ভেসে যাওয়া, তীরে এসে তরী ডোবার আক্ষেপ, জিততে জিততেও হেরে যাওয়া। আর্জেন্টিনার রূপকথা, এশিয়ার নবজাগরণ, জায়ান্টদের দম্ভচূর্ণ, আফ্রিকার ইতিহাস। এই কাতারের কাছে ঋণী বিশ্বফুটবল, ঋণী সমর্থকরাও।

লুসাইলে আতশবাজিতেও হৃদমাঝার হুঁ হুঁ করে ওঠে। বিউগলের করুণ সুর মনে আক্ষেপের ঝংকার তোলে। পরম যত্নে লুকিয়া রাখা ধন, হারিয়ে ফেলার হাপিত্যেশ। তবে কাতার দুহাত ভরে দিয়েছে বিশ্বফুটবলকে। পরিসংখ্যানের পাতা হয়েছে ওলটপালট।

ফুটবল গোলের খেলা, যে বিবেচনায়ও কাতার অনিন্দ্য সুন্দর। এবারের আসরে মোট গোল হয়েছে ১৭২টি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। আগেরটা ’৯৮ আর ২০১৪ সালে ১৭১। রোমাঞ্চেও কাতার সবার সেরা। ২০২২ দেখেছে ৫টি পেনাল্টিশুট আউটে ফলাফলের নিষ্পত্তি। যেটাও সর্বোচ্চ।

প্রথম ম্যাচ হেরে কোনো দল বিশ্বকাপ জিতেছে, এমন ঘটনা ইতিহাসে দ্বিতীয়বার ঘটল। আর্জেন্টিনার আগে ঘুড়ে দাঁড়ানোর যে অমর উপাখ্যান দেখিয়েছিল ২০১০ সালে স্পেন। টুর্নামেন্ট সর্বোচ্চ ১৬ গোল করেও শিরোপা জেতা হলো না ফ্রান্সের।

এবারের আসর ফুটবল ঈশ্বর মেসিময়। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে দুটি বিশ্বকাপ সেরা এই লিটল ম্যাজিশিয়ান। এক টুর্নামেন্টে ৫ বার ম্যান অব দ্যা ম্যাচ কাতারেই প্রথম দেখল বিশ্বফুটবল। সবচাইতে বেশি বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে জোড় গোল করার কৃতিও এলএমটেনের।

কোচ ফার্নান্দো সান্তোসের গোয়ার্তুমিতে পাদপ্রদীপের নিচে থাকা রোনালদো একমাত্র ফুটবলার হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে দেখা পেয়েছেন গোলের। বয়স চব্বিশের আগে বিশ্বকাপের এক আসরে ৮ গোল করা একমাত্র ফুটবলার এখন কিলিয়ান এমবাপ্পে। শুধু তাই নয় ফাইনালে সর্বোচ্চ ৪ গোল তারই।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here