Homeআন্তর্জাতিকঅস্ট্রেলিয়ায় বজ্রঝড়ের তাণ্ডব, ৮ জনের প্রাণহানি

অস্ট্রেলিয়ায় বজ্রঝড়ের তাণ্ডব, ৮ জনের প্রাণহানি

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে প্রবল বজ্রঝড়ের কবলে আটজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে অন্ধকারে নিমজ্জিত হয়েছে লাখ লাখ মানুষ।

বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে আলজাজিরা জনায়, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এবং উদ্ধারকারী পরিষেবা সংস্থা ঝড়ের কবলে আটজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তারা।

কুইন্সল্যান্ডের ফায়ার ও ইমারজেন্সি সার্ভিসের উপ-কমিশনার কেভিন ওয়ালস জানান, উদ্ধারকর্মীরা অনুসন্ধান চালাচ্ছে।

জিমপির মেয়র গ্লেন হার্টউইগ এবিসি নিউজকে বলেন, ‘ক্রিসমাসের সময় এ অঞ্চলের মানুষের জন্য এটি খুবই দুঃখজনক ঘটনা।’

গত ২৫ ও ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রচণ্ড বজ্রঝড় আঘাত হানে। এতে সৃষ্ট ভারী বৃষ্টিতে নদী প্লাবিত হয়েছে। এছাড়া তীব্র ঝড়ের কারণে অনেক গাছ উপড়ে পড়েছে।

জানা গেছে, ব্রিসবেনের কাছে সমুদ্রে নৌকাডুবিতে ১১ জন সাগরে তলিয়ে গেছে। বুধবার পুলিশ জানায়, ১১ জনের মধ্যে আটজনকে উদ্ধার করতে পেরেছেন তারা; বাকি তিনজনের সলিল সমাধি হয়েছে।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল সাংবাদিকদের বলেন, ‘সমশেষ ২৪ ঘণ্টার আবহাওয়া খুবই খারাপ ছিল।’

আবহাওয়া ব্যুরো সতর্ক করে বলেছে, রাজ্যের উপকূলীয় অঞ্চলগুলোতে এখনো ভয়াবহ ঝড়ের পাশাপাশি বন্যা ও শিলবৃষ্টির শঙ্কা রয়েছে।

এদিকে, কুইন্সল্যান্ডের পাওয়ার কোম্পানি এনারজেক্স জানিয়েছে, ঝড়ের কারণে একহাজারেরও বেশি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন ৮৬ হাজার পরিবার।

সর্বশেষ খবর