Homeআন্তর্জাতিকইরাকি বংশোদ্ভূত জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

ইরাকি বংশোদ্ভূত জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

জার্মানির ১৬ বছর বয়সী মিডফিল্ডার নোয়া ডারভিচকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। জার্মান এই টিনেজারকে দলে নিতে বার্সেলোনা খরচ করেছে ২৫ লাখ ইউরো বা ৩০ কোটি টাকা। মঙ্গলবার (৮ আগস্ট) বার্সেলোনা তরুণ এই মিডফিল্ডারকে দলে টানে।

নোয়া ডারভিচের প্রতি আগ্রহ ছিল আর্সেনাল, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো দলের। তবে সবার চেয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। জার্মান ক্লাব ফ্রেইবুর্গ থেকে এই টিনেজারকে দলে টেনেছে বার্সা। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ডারভিচের সঙ্গে চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ১০০ কোটি ইউরো। তবে ইতালির নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘অ্যাড-ওনস’ বাবদ বিভিন্ন শর্ত মিলিয়ে মোট ৫০ লাখ ইউরো (প্রায় ৬০ কোটি টাকা) খরচ হতে পারে বার্সার।

বার্সেলোনা যে ভবিষ্যতের জন্যই তাকে দলে নিয়েছে তা ডারভিচের রিলিজ ক্লজের দিকে তাকালেই বোঝা যাবে। তাই ইরাকি বংশোদ্ভূত জার্মান এই ফুটবলারকে বার্সার ‘বি’ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জার্মানির ২০০৬ বিশ্বকাপ জয়ের দুই মাস পর জন্ম ডারভিচের। ফ্রেইবুর্গের বয়সভিত্তিক দলেই বেড়ে উঠেছেন এই তরুণ ফুটবলার। ফ্রেইবুর্গের সিনিয়র দলে এখনও খেলা হয়নি নোয়া ডারভিচের। তবে জার্মানির অনূর্ধ্ব-১৬ এবং ১৭ দলে খেলেছেন এই ফুটবলার।

নোয়া ডারভিচ ইরাকের বংশোদ্ভূত হলেও একদিন জার্মানির জাতীয় দলে খেলতে পারবেন। তার পিতা-মাতার জন্ম ইরাকে হলেও তার জন্ম জার্মানিতে হওয়ায় দুই দলের হয়েই খেলার সুযোগ থাকছে ডারভিচের। উঠতি প্রতিভাদের রেটিং করা ওয়েবসাইট ‘ফুটবল ট্যালেন্ট স্কাউট’ ডারভিচকে ১০ এর মধ্যে ৯ পয়েন্ট দিয়েছে।

সর্বশেষ খবর