Homeশিক্ষারাজশাহীতে কমেছে পাসের হার

রাজশাহীতে কমেছে পাসের হার

রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে গতবারের চেয়ে কম। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব তথ্য জানিয়েছে।

তিনি বলেন, এ বছর শতভাগ পাশ করেছে ৩১ কলেজের শিক্ষার্থীরা। শতভাগ ফেল করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠান সংখ্যা নয়টি। এবার পাস করেছে এক লাখ ২৯ হাজার ৪২৩ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা এগিয়ে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল বলেন, গত বছরের ৬ নভেম্বর থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ২৫ জন। এ বছর এইচএসসি পরীক্ষায় ৬৮ হাজার ৩৬ জন ছাত্র, ৬০ হাজার ৯৮৯ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান শাখায় পরীক্ষায় অংশ নেবেন ৩৪ হাজার ৬ জন, মানবিকে ৮০ হাজার ৯৬৪ এবং ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ৩৮৭ শিক্ষার্থী পরীক্ষায় দেয়। বিভাগের আট জেলার ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ২০১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ করে।

সর্বশেষ খবর