Tuesday, March 21, 2023
Home Blog

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা
আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।
 
পঞ্চগড়ে মাও.আব্দুল মতিন সরকার (৫৭) নামে এক অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (২০ মার্চ) আনছারুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত-৫, পঞ্চগড় মামলাটি দায়ের করেন। যাহার নং ৪৬/২৩। 
 
বিজ্ঞ আদালত মামলাটি গ্রহন করে আগামী ২৩ মার্চ আদেশের জন্য দিন নির্ধারন করেন।
 
বাদী আনছারুল ইসলাম আটোয়ারী উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। অভিযুক্ত আব্দুল মতিন সরকার আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ। 
 
মামলা সূত্রে জানা যায়, মাদরাসা পরিচালনা কমিটি অনুমোদনের জন্য অধ্যক্ষ মাও. আব্দুল মতিন সরকার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে ২০২২ সালের ১৮ জানুয়ারী আবেদন করেন।বোর্ড যাচাই-বাছাই করে এডহক কমিটির মেয়াদ শেষের ৯ দিন পূর্বে নির্বাচন করেছেন মর্মে গভর্নিং বডি গঠন প্রক্রিয়া সঠিক না হওয়ায় সভাপতিসহ গভর্নিং বডি অনুমোদন বাতিল করে পত্র জারি করেন এবং অধ্যক্ষকে পুনরায় এডহক কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে নির্দেশনা দেন।কিন্তু এডহক কমিটির জন্য আবেদন না করে অধ্যক্ষ কৌশলে ২০২১ সালের ১৪ জুলাই এডহক কমিটির প্রজ্ঞাপন স্মারক ব্যবহার করে অনুরুপ জাল কাগজ সৃষ্টি করে ২০২১ সালের ১৪ আগস্ট এডহক কমিটির অনুমোদন দেখিয়ে পুনরায় পরিচালনা কমিটি অনুমোদনের জন্য ২০২২ সালের ২১ জুলাই শিক্ষা বোর্ডে আবেদন করেন।পরবর্তীতে বোর্ড কর্তৃপক্ষ ২০২২ সালের ২৯ আগস্টে কমিটি অনুমোদন দেন।মামলায় আরো উল্লেখ করেন বিবাদী মাদরাসায় নিয়োগ বাণিজ্য ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত করেন।
 
বাদী আনছারুল ইসলাম জানান,অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ আমাকে হয়রানি করায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি।আশা করছি আমি সুবিচার পাবো।
 
অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, মোবাইলে বলা যাবেনা সরাসরি বলবো।
 
বাদী পক্ষের আইনজীবী এ্যাড.আসাদউজ্জামান জানান, বিজ্ঞ আদালত বাদীর মামলা গ্রহণ করে ২৩ মার্চ আদেশের জন্য  দিন নির্ধারণ করেন।

রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা

রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা
রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা

উত্তেজনায় ভরপুর এল ক্লাসিকোয় এবার জয় পেল বার্সেলোনা। শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। অন্যদিকে জয়ের খুব কাছে থেকেও আফসোস নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।

রোববার (১৯ মার্চ) দিবাগত রাত ২টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে গোল করেন সার্জিও রবার্তো এবং ফ্রাঙ্ক কেসি। আর রিয়াল মাদ্রিদ যে গোলটি পেয়েছে, সেটি ছিল রোনাল্ড আরাজোর আত্মঘাতী গোল।

ম্যাচের মাত্র ৯ মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিউসের আক্রমণে কিছুটা এলেমেলো হয়ে যায় বার্সার রক্ষণভাগ। ভিনির শট ক্লিয়ার করতে গিয়ে উল্টো ফেঁসে যান জাভি হার্নান্দেজের শিষ্যরা। ভিনিসিউসের সেই শট রোনাল্ড আরাজোর মাথায় লেগে বল ঢুকে পড়ে নিজেদের জালেই। ১-০ গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। 

তবে লিড নিয়ে রিয়ালকে সুখে থাকতে দেয়নি স্বাগতিক বার্সা। একের পর এক জলোচ্ছ্বাসের মতো আক্রমণ নিয়ে ধেয়ে পড়ে বার্সার অ্যাটাকিং ফিল্ড। কখনও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, কখনও রাফিনহা কিংবা রোনাল্ড আরাজোরা। কিন্তু গোল নামক সোনার হরিণের দেখা মিলছিল না। 

প্রথমার্ধের বিরতির আগ মুহূর্তে আসে বার্সার সোনালি সময়। সার্জিও রবার্তোর গোলে তারা ম্যাচে তখন ফেরে ১-১ সমতা। স্বস্তি পান বার্সা কোচ জাভি। বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে ক্লাসিকো রূপ নেয় ফুটবল শৈলীতে। ভক্তরা সে সময়ে বিস্ময়ে দেখেছেন তারকাদের ফুটবল জাদু।

তবুও চাপা আতঙ্ক বিরাজ করছিল সকলের মনে। মাঠের খেলোয়াড় থেকে শুরু করে ডাগ আউট শিবির এমনকি সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল সেই আতঙ্ক আর উত্তেজনা। শেষ পর্যন্ত কারা যাবে এগিয়ে? এমন প্রশ্নের উত্তর মেলে ৮১ মিনিটে।

কিন্তু উত্তর দিয়েও ফেল করতে হয়েছে ব্লাঙ্কোসদের। আক্রমণ ভাগের ডান প্রান্তের খেলোয়াড় মার্কো অ্যাসেনসিওর গোলে সে সময়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে অফসাইডের কারণে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) গোলটি বাতিল করে দেয়। তাতে শেষ মুহূর্তে জয়ের হাসি মলিন হয়ে আসে আনচেলত্তির শিষ্যদের।

উল্টো জয়ের রথ ছুটিয়ে চলে স্বাগতিকরা। যোগ করা সময়ে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত ওই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। 

এ জয়ের কারণে শিরোপার লড়াই প্রায় শেষ বলা চলে। কারণ বার্সা এরই মধ্যে রিয়াল থেকে ১২ পয়েন্ট এগিয়ে গেল। বাকি ম্যাচগুলো থেকে ১২ পয়েন্ট ব্যবধান কমিয়ে কাতালানদের ছাড়িয়ে যাওয়া ব্লাঙ্কোসদের জন্য প্রায় অসম্ভব। সেজন্য জাভির শিষ্যরা নিশ্চিত মনে বাকি পথ পাড়ি দিতে পারবেন।  

রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া

রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া
রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া

লা লিগায় এবারের শিরোপার নিষ্পত্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল রোববারের (১৯ মার্চ) এল ক্লাসিকোর ম্যাচটি। তবে বার্সেলোনার কাছে কেসির শেষ মুহূর্তের গোলে ২-১ এ হেরে যায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ হেরে শিরোপার দৌড় থেকে ছিঁটকে গেছে রিয়াল- এমনটা স্বীকার করলেন দলটির গোলরক্ষক থিবো কর্তোয়া।

শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের কাছে শেষ সুযোগ ছিল রোববারের এল ক্লাসিকো জিতে দৌড়ে টিকে থাকা। তবে সে ম্যাচটি হেরে শিরোপা ধরে রাখার মিশন থেকে ছিঁটকে গেল মাদ্রিদ।

প্রথমে আরাউজোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর সার্জি রবার্তো ম্যাচে সমতা ফেরান। আর ম্যাচ শেষের কিছুক্ষণ আগে ফ্রাঙ্ক কেসি গোল করে রিয়ালের মন ভেঙে দিলে জয় তুলে নেয় জাভির দল।

ম্যাচ শেষে রিয়াল গোলরক্ষক সংবাদমাধ্যমকে জানালেন, শিরোপার দৌড় থেকে ছিঁটকে গেছেন তারা। থিবো কর্তোয়া বলেন, ‘হ্যাঁ (আমরা শিরোপা দৌড় থেকে ছিঁটকে গেছি)। আমাদের এ ক্ষেত্রে সৎভাবেই জবাব দিতে হবে। শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছি। এখন দেখা গেল পার্থক্যটা চার ম্যাচের। তাদের চার ম্যাচ হারতে হবে। আমাদের জিততে হবে সবগুলো। আমার কাছে এটা অসম্ভব মনে হচ্ছে। এটা কঠিন।’

এদিকে ২০১৯ সালের পর আবারও লিগ শিরোপা ঘরে তুলতে যাচ্ছে বার্সেলোনা। শেষবার যখন লিগ শিরোপা জিতেছিল বার্সা, তখন দলে ছিলেন লিওনেল মেসি। এবার মেসির ক্লাব ছাড়ার পর লিগ শিরোপা জয়ের অনেক কাছে কাতালান ক্লাবটি। লিগে ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। 

হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার ‘সেঞ্চুরি’

হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার 'সেঞ্চুরি'
হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার 'সেঞ্চুরি'

এল ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা হয়তো আগের পর্যায়ে নেই। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ বা নেইমারের বিদায়ে সোনালি সময় পেছনে ফেলে এসেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলকেই বিদায় বলেছেন গ্যারেথ বেল। থাকার মধ্যে টিকে আছেন করিম বেনজেমা। তারপরও ফুটবলের এই ধ্রুপদী লড়াই রোমাঞ্চিত করে ফুটবল্প্রেমীদের। এল ক্লাসিকো মানেই উত্তাপ ছড়ানো লড়াই, রেকর্ড বুকে তোলপাড়।

রোববার (১৯ মার্চ) লা লিগায় টুর্নামেন্টটির রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল দ্বিতীয় সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। এল ক্লাসিকো নামে পরিচিত এই ধ্রুপদী লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এ নিয়ে টানা তিনটি ক্লাসিকোতে রিয়ালকে হারাল বার্সেলোনা। ২০১১ সালে পেপ গার্দিওলার অধীনে টানা তিনটি ক্লাসিকো জয়ের কীর্তি গড়েছিল বার্সা। জাভি হার্নান্দেজের অধীনে এক যুগ পর এমন কীর্তির পুনরাবৃত্তির দিন ক্যাম্প ন্যুতে খেলা দেখতে এসেছিলেন গার্দিওলা। সাবেক গুরুর সামনেই তার রেকর্ডে ভাগ বসালেন জাভি।

এই জয়ের দিন দারুণ এক মাইলফলক ছুঁয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটি বার্সেলোনার ১০০তম জয়। শততম জয়ের পাশাপাশি বার্সেলোনা এদিন ন্যু ক্যাম্পে রিয়ালের বিপক্ষে কাটিয়েছে জয়খরা। ২০১৮ সালের পর নিজেদের মাঠে রিয়ালকে হারতে পারেনি কাতালান জায়ান্টরা। কোচ জাভি হার্নান্দেজ ঘরের মাঠে প্রথম সাক্ষাতেই হারিয়ে দিলেন লস ব্লাঙ্কোসদের। জাভির অধীনে পাঁচ এল ক্লাসিকো ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পেল বার্সা।

মুখোমুখি লড়াইয়ে অবশ্য বার্সেলোনার চেয়ে এখনো এগিয়ে রিয়াল। ২৫৩ বারের দেখা রিয়ালের জয় ১০১ ম্যাচে। ২০২২ সালের ১৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে শততম জয়ের দেখা পায় রিয়াল। প্রতিযোগিতামূলক ম্যাচে স্পেনের বাইরে সেবারই প্রথম একে অন্যের মুখোমুখি হয়েছিল দুদল।

গোল করার দিক দিয়েও এগিয়ে আছে রিয়াল। কাতালান জায়ান্টদের বিপক্ষে লস ব্লাঙ্কোসরা এখন পর্যন্ত গোল করেছে ৪২০টি, অন্যদিকে বার্সা করেছে ৪১৫টি গোল।

তবে একুশ শতকে দ্বৈরথে রিয়ালের চেয়ে এগিয়ে আছে বার্সা। ২০০০ সালের পর থেকে দুদল মুখোমুখি হয়েছে ৬৬ বার। যেখানে কাতালানদের জয় ২৬ ম্যাচে, মাদ্রিদিস্তারা জয় পেয়েছে ২৩ ম্যাচে। বাকি ১৭ ম্যাচে আসেনি ফল। এ সময়ে গোল করাতেও এগিয়ে বার্সা। রিয়ালের জালে তারা বল পাঠিয়েছে ১৪ বার, বিপরীতে রিয়াল গোল করেছে ৯৫বার। 

রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু

রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু
রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু

ভিড়ে ঠাসা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে আচমকা চলতে শুরু করল পর্নো ভিডিও। রোববার (১৯ মার্চ) সকালে ভারতের বিহার রাজ্যের পাটনা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পাটনা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে পর্নোগ্রাফি ক্লিপ চালানোর ঘটনা ঘটেছে। এ সময় অনেক যাত্রী তাদের ট্রেনে চড়ার জন্য অপেক্ষা করছিলেন এবং টানা তিন মিনিট ধরে রেলওয়ে স্টেশনের ১০ প্ল্যাটফর্মের সব টিভি স্ক্রিনে পর্নো ভিডিও চলে।

এ সময় রেলওয়ে স্টেশনে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। এ ঘটনায় তারা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।

এ রেলস্টেশনে টিভি স্ক্রিনে ভিডিও সম্প্রচারের দায়িত্ব একটি বেসরকারি কোম্পানিকে দেয়া হয়েছিল। ঘটনার পর রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন এবং পর্নো ভিডিওর সম্প্রচার বন্ধ করে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দানাপুরের ডিআরএম অফিসের মুখপাত্র প্রভাত কুমার বলেন, ‘আমরা এই ঘটনায় তদন্ত শুরু করেছি এবং ওই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ওই কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছি। এমন ঘটনা মেনে নেয়া যায় না। আমরা এই কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করব।’

জার্মানিতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপন

জার্মানিতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপন
জার্মানিতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপন

নানা আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে জার্মানির রাজধানী বার্লিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করল জার্মানি আওয়ামী লীগ। এ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল নানা আয়োজন।

রোববার (১৯ মার্চ) রাজধানী বার্লিনের একটি মিলনায়তনে সংগঠনটির পক্ষ থেকে নেয়া হয় নানা কর্মসূচি। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভার পাশাপাশি ছিল প্রবাসী বাংলাদেশি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

সংগঠনের শীর্ষ নেত্রী নূরজাহান খান নূরীর সঞ্চালনায় আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান এমপি।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এ ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানানো হয়। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এ ধরনের অনুষ্ঠান হলে এখানে জন্মগ্রহণকারী প্রতিটি শিশু বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।

এ সময় আরও বক্তব্য দেন জার্মানি আওয়ামী লীগের সভাপতি মিজানুর খানসহ সংগঠনের অন্য নেতারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ ছাড়াও সাংস্কৃতিক পর্বে নৃত্য ও গানে অংশ নেন প্রবাসী বিশিষ্ট শিল্পীরা।

দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা ক্রেডিট সুইস অধিগ্রহণ করছে ইউবিএস

দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা ক্রেডিট সুইস অধিগ্রহণ করছে ইউবিএস
দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা ক্রেডিট সুইস অধিগ্রহণ করছে ইউবিএস

দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা সুইস ব্যাংক ক্রেডিট সুইসকে অধিগ্রহণ করতে সম্মত হয়েছে ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড (ইউবিএস)। এক সময়ের প্রতিদ্বন্দ্বী ১৬০ বছরের পুরনো ক্রেডিট সুইসকে প্রায় ৩২৫ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করতে যাচ্ছে ইউবিএস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সুইজারল্যান্ড সরকারের চাপে পড়ে ইউবিএস ক্রেডিট সুইস অধিগ্রহণ করেছে বলে জানা গেছে। এতে করে ক্রেডিট সুইসের গ্রাহকদের মধ্যে থাকা শঙ্কা অনেকটাই কেটে গেছে। পাশাপাশি এই অধিগ্রহণের ফলে এশিয়ার শেয়ার বাজারে ব্যাংকিং খাতে বেশ চাঙাভাব দেখা গেছে। 

এর আগে, সুইস সরকারের কেন্দ্রীয় আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের পরামর্শে ক্রেডিট সুইসকে ৫ হাজার ৪০০ কোটি ডলার তহবিল সরবরাহ করলেও ব্যাংকটির শেয়ারের দরপতন রোধ করা যায়নি। এ অবস্থা প্রায় এক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর সরকারের মধ্যস্থতায় ক্রেডিট সুইসকে অধিগ্রহণে সম্মত হলো ইউবিএস। 

এ বিষয়ে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট বলেছেন, ‘এ পরিস্থিতিতে ইউবিএসের ক্রেডিট সুইস অধিগ্রহণই হলো সবচেয়ে সর্বোত্তম সমাধান।’ 

সুইস প্রেসিডেন্ট জানান, সুইজারল্যান্ড সরকার, সুইস আর্থিক খাতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এফআইএনএমএ এবং সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এই ডিলকে সমর্থন দিতে সম্মত হওয়ার পরই কেবল এই অধিগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

সুইজাল্যান্ডের অর্থমন্ত্রী কারিন কেলার-শুটার বলেছেন, ইউবিএসকে কোনো ধরণের ক্ষতি থেকে রক্ষা করতে ৮০০ কোটি ডলারে একটি বীমা করা হয়েছে। তবে এই বীমা কেবল তখন কার্যকর হবে যখন শর্তে বর্ণিত কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে ইউবিএস।  

এদিকে, যেসব বেসরকারি বিনিয়োগকারী ক্রেডিট সুইসে ১ হাজার ৬০০ কোটি ডলার তহবিল বিনিয়োগ করেছিলেন তাদের অর্থও ফেরত দেয়া হতে পারে। 

লরেন্সের পর এবার মোহিতের হুমকি পেলেন সালমান খান

লরেন্সের পর এবার মোহিতের হুমকি পেলেন সালমান খান
লরেন্সের পর এবার মোহিতের হুমকি পেলেন সালমান খান

বর্তমান সময় মোটেও ভালো যাচ্ছে না বলিউড ভাইজান সালমান খানের। কিছুদিন আগেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকি পান সালমান। এবার মোহিত গর্গ নামে আরেক ব্যক্তি সালমানকে হুমকি দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, এ হুমকি সালমান পেয়েছেন ইমেইলের মাধ্যমে। অফিসিয়াল কাজে যে ইমেইল সালমান খান ব্যবহার করেন, সে ইমেইলেই মোহিত গর্গ নামে ওই ব্যক্তি হুমকি পাঠিয়েছেন।

এ হুমকি অবশ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের মতো প্রাণে মারার হুমকি নয়। এই হুমকিতে হুমকিকারী গর্গ সালমানকে বলেছেন সরাসরি তার সঙ্গে দেখা করতে। এর অন্যথা হলেই বেশ বড়সড় ধাক্কা খেতে পারেন এই অভিনেতা। এমন হুশিয়ারিও করেছেন গর্গ।

হুমকির এ ঘটনায় সালমানের পক্ষ থেকে ম্যানেজার তথা বন্ধু প্রশান্ত গুন্জলকর অভিযোগ করলে লরেন্সসহ গোল্ডি এবং মোহিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বাই পুলিশ। এরপরই তদন্তে নেমেছেন তারা।

শনিবার (১৮ মার্চ) গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের একটি সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। যে সাক্ষাৎকারে লরেন্স সরাসরিই সালমানকে খুন করার হুমকি দিয়েছেন। ওই একই দিনে কিছু সময়ের ব্যবধানে গর্গের ইমেইল থেকেও হুমকি পেয়েছেন সালমান। এই দুই হুমকি একই সূত্রে গাঁথা কি না, সেটিই এখন তদন্তে ব্যস্ত মুম্বাই পুলিশ।

‘জান’ বাঁচাতে নিষেধাজ্ঞার বেড়াজালে সালমান

‘জান’ বাঁচাতে নিষেধাজ্ঞার বেড়াজালে সালমান
‘জান’ বাঁচাতে নিষেধাজ্ঞার বেড়াজালে সালমান

পরপর দুই হুমকি। তাই এই মুহূর্তে পুলিশের কড়া নিরাপত্তাবলয়ে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, জান বাঁচাতে ভাইজানকে এবার ছাড়তে হচ্ছে মুম্বাই। এখন তিনি কোথায় আছে এ বিষয়ে কারো কাছেই কোনো তথ্য নেই।

নিরাপত্তার খাতিরে মুম্বাই ছাড়ার পাশাপাশি সালমানকে বেশকিছু নিষেধাজ্ঞা দিয়েছেন মুম্বাই পুলিশ। যে কারণে সালমান অভিনীত নতুন ছবি  ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর প্রচারণাতেও দেখা যাবে না তাকে।

জনসাধারণের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করাও তার পক্ষে এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন মুম্বাই পুলিশ।

শনিবার (১৮ মার্চ) গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের একটি সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই ভালো সময় যাচ্ছে না সালমানের।

ভাইরাল হওয়া সেই সাক্ষাৎকারে লরেন্স সরাসরি সালমানকে খুন করার হুমকি দিয়েছেন। ওই একই দিনে কিছু সময়ের ব্যবধানে গর্গের ইমেইল থেকেও হুমকি পান সালমান।

পরপর দুই হুমকির এ ঘটনায় সালমানের পক্ষ থেকে ম্যানেজার তথা বন্ধু প্রশান্ত গুন্জলকর অভিযোগ করলে লরেন্সসহ গোল্ডি এবং মোহিত গর্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বাই পুলিশ। এরপরই তদন্তে নেমেছেন তারা। সেই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে সালমানের ওপর জুড়ে দিয়েছেন বেশকিছু নিষেধাজ্ঞা। 

নিয়োগে স্বজনপ্রীতিতে কঠোর নিষেধাজ্ঞা তালেবানের

নিয়োগে স্বজনপ্রীতিতে কঠোর নিষেধাজ্ঞা তালেবানের
নিয়োগে স্বজনপ্রীতিতে কঠোর নিষেধাজ্ঞা তালেবানের

আফগানিস্তানে চাকরি থেকে স্বজনদের বাদ দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে দেশটির তালেবান সরকার। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য আফগান ইসলামিক প্রেস জানায় রোববার (১৯ মার্চ) এক ডিক্রিতে এ ঘোষণা দেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। এ ছাড়া ভবিষ্যতেও এসব পদে স্বজনদের নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

২০২১ সালে তালেবানের ক্ষমতা পুনরুদ্ধারের পর আফগানিস্তানের বেশকিছু সরকারি জ্যেষ্ঠ আমলাকে বরখাস্ত করা হয়। পালিয়ে যান আরও অনেকে। পরে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে অযোগ্য ও অনভিজ্ঞ কর্মচারীদের নিয়োগ দেয়া হয় বলে তালেবান সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যাদের বেশিরভাগই ছিলেন অদক্ষ।

তবে এবার সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের ছেলে ও অন্য স্বজনদের বাদ দিয়ে তাদের স্থলে নতুনদের নিয়োগ দেয়ার নির্দেশ দিলেন তালেবানের সর্বোচ্চ নেতা। শুধু তাই নয়, ভবিষ্যতেও এসব পদে স্বজনদের নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন তিনি। শনিবার এক ডিক্রিতে এ ঘোষণা দেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা সরকারি বিভিন্ন দপ্তরে তাদের সন্তানদের নিয়োগ দেন। এরই পরিপ্রেক্ষিতে তালেবানের সর্বোচ্চ নেতা এ ডিক্রি জারি করলেন। ডিক্রিতে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারি পদ থেকে ছেলে বা পরিবারের অন্য সদস্যদের অনতিবিলম্বে বরখাস্ত করতে হবে এবং ভবিষ্যতে আত্মীয়স্বজনদের নিয়োগ দেয়া থেকে বিরত থাকতে হবে। রোববার তালেবানের প্রশাসনিক কার্যালয়ের টুইটার পেজে ডিক্রিটির একটি ছবিও পোস্ট করা হয়।

তালেবানের ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকেই গভীর অর্থনৈতিক ও মানবিক সংকটের মুখোমুখি আফগানিস্তান। তালেবান সরকারের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা। বন্ধ করে দেয়া হয় অনুদান। স্থগিত করা হয় বেশিরভাগ বিদেশি তহবিল। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। 

এ ছাড়া নারী অধিকার ক্ষুণ্ন করে তালেবান সরকারের নেয়া বৈষম্যমূলক নানা সিদ্ধান্তে বিশ্বব্যাপী একঘরে হয়ে পড়ে আফগানিস্তান। এতে আরও হুমকির মুখে পড়ে দেশটির অর্থনীতি। তবে এতকিছুর পরও চাকরি থেকে সরকারি কর্মকর্তাদের ছেলে ও স্বজনদের বাদ দেয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।