Homeজেলাজামালপুরে ৭১ বস্তা সার জব্দ

জামালপুরে ৭১ বস্তা সার জব্দ

জামালপুরে অবৈধভাবে সরবরাহের দায়ে ৭১ বস্তা সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় তিনানিপাড়া ও বকশীগঞ্জ মধ্য বাজারে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  আতাউর রাব্বি বলেন, অবৈধভাবে সার সরবরাহ করার দায়ে আনোয়ার নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ও জব্দ করা সার সরকারের নির্ধারিত দামে কৃষকের কাছে ৬২ বস্তা ইউরিয়া সার ৬২ হাজার টাকা ও ৯ বস্তা ডিএপি সার ৬ হাজার ৩০০ টাকা মোট ৬৮ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়। ওই টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।

 

সর্বশেষ খবর

Exit mobile version