Homeজেলাপঞ্চগড়ে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে ঘন কুয়াশা আর শিশিরভেজা তীব্র ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষ। সবচেয়ে দুর্ভোগে পড়েছে দুস্থ ও নিম্নআয়ের লোকজন। ঠান্ডার কারণে ঘর থেকে বের হতে না পারায় আর্থিক দৈন্যতায় পড়েছে তারা।

সকাল ৭টায় হেডলাইট জ্বালিয়ে চালানো হচ্ছে মোটরসাইকেল।

এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কে ভারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

সোনাপাতিলা এলাকার মতিয়ার রহমান বলেন, তীব্র শীতের কারণে চায়ের পাতা বিবর্ণ হওয়া রোধে বাড়তি স্প্রে করতে হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন এলাকার শরিফুল ও কালু বলেন, দিন দিন শীতের তীব্রতা বেড়ে চলায় স্বাভাবিক কাজগুলো করতে সমস্যায় পড়ছেন।

ঘাটিয়ার পাড়া গ্রামের আতাউর রহমান  বলেন, ভোর থেকে ঘন কুয়াশা আর হালকা শিশির থাকায় ঘর থেকে বাইরে বেরোতেই তার কষ্ট হচ্ছে।

শহরের অটোচালক আবুল কালাম জানান, ভোরে গাড়ি নিয়ে বের হয়েছে। ঘন কুয়াশার জন্য রাস্তাঘাট কিছুই দেখা যায় না। ঠান্ডার কারণে যাত্রীরাও বাড়ি থেকে বের হয় না। একই কারণে ভাড়া তেমন একটা না পাওয়ায় আয়ও কমে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে বলেন, গত কযেকদিন থেকে পঞ্চগড়ে তাপমাত্রা ওঠানামা করছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ খবর

Exit mobile version