Homeজেলাআবারও বর্ণবাদের শিকার ভিনিসিউস

আবারও বর্ণবাদের শিকার ভিনিসিউস

বিশ্বজুড়ে বর্ণবাদের বিপক্ষে রয়েছে কঠোর অবস্থান। কিন্তু উন্নত বিশ্বে যেন অমানবিক এই চর্চা থামছেই না। চলার রাস্তা থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি এমনকি খেলার মাঠেও শিকার হতে হয় এই বৈষম্যের। লা লিগায় এমনই ঘটনা ঘটেছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের সঙ্গে।

বর্ণবাদের এ ঘটনা ঘটে শুক্রবার (৩০ ডিসেম্বর), ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে। ম্যাচের ৮৮ মিনিটে ভিনিসিউসের বদলি হিসেবে লুকা মদ্রিচকে মাঠে নামানো হয়। তখন গ্যালারি থেকে দর্শকরা ভিনিসিউসের দিকে বোতল ছুঁড়ে মারে, পাশাপাশি তাকে নিয়ে বাজে মন্তব্যও করা হয়।

খেলা চলাকালীন দর্শকদের এমন আচরণে বিরক্ত হয়ে ভিনি চিৎকার করতে থাকেন। সে সময়ে তাকে উত্ত্যক্ত করে ছোঁড়া একটি বোতলে কিকও করেন। তা দেখে দর্শকদের মধ্যে থেকে আরও জোরালোভাবে এ তারকাকে অপমান করা হয়।

পরে ক্ষোভ প্রকাশ করে ভিনিসিউস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘বর্ণবাদীরা এখনও স্টেডিয়ামে খেলা দেখার জন্য আসছে, কিন্তু লা লিগা কিছুই বলছে না। তবে আমি বলে দিতে চাই, শেষ পর্যন্ত মাথা উঁচু করে আমি রিয়াল মাদ্রিদের জয় উদযাপন করতে প্রস্তুত। সেটি করতে না পারলে আমারই ব্যর্থতা হবে।’

সর্বশেষ খবর

Exit mobile version