Homeআন্তর্জাতিকইন্ডিয়ান মেগা ট্রেড ফেয়ারে আকর্ষণের কেন্দ্রে বাংলাদেশ প্যাভিলিয়ন

ইন্ডিয়ান মেগা ট্রেড ফেয়ারে আকর্ষণের কেন্দ্রে বাংলাদেশ প্যাভিলিয়ন

পর্দা নামল কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান মেগা ট্রেড ফেয়ার ২০২২-এর। আসরের ২১তম আয়োজনের ১৮ দিনই ছিল বাংলাদেশের প্যাভিলিয়ন ঘিরে দর্শনার্থীর উপচেপড়া ভিড়। জমজমাট ছিল বেচাকেনাও। সোমবার (২ জানুয়ারি) আয়োজনের শেষ দিনেও ছিল একই চিত্র।

ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, ভুটান আফগানিস্তানসহ ২৪টি দেশ অংশ নিয়েছিল এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান মেগা ট্রেড ফেয়ারে।  

১৮ দিনের আয়োজনে ছোট-বড় পাঁচ শতাধিক স্টল বসেছিল এ মেলায়। প্যাভিলিয়ন ছিল ২১টি। তবে সবকিছু ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন।  

হাতে বানানো নকশিকাঁথা, বাহারি পোশাক ছাড়াও বাংলাদেশ প্যাভিলিয়নে ছিল ঢাকাই জামদানি শাড়ি এবং হ্যান্ডলুমের স্টলও। 

দুই বছর করোনার কারণে ছোট আকারে মেলা অনুষ্ঠিত হয়। তাই এ মেলায় অংশ নেয়া বাংলাদেশি বিক্রেতারা দেখতে পারেননি লাভের মুখ। তবে এবার করোনামুক্ত পরিবেশে, বড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে গেল দুবছরের ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পেরেছেন বলে জানান বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা বিক্রেতারা।

সর্বশেষ খবর

Exit mobile version