Homeজেলারৌমারীতে রংপুর বিভাগীয় কমিশনারের সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রৌমারীতে রংপুর বিভাগীয় কমিশনারের সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহ মোঃ আব্দুল মোমেন,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি||

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে রংপুর বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এবিএম সারোয়ার রাব্বি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আব্দুল কাদের সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম, শৌলমারী ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যাদুরচর ইউপি চেয়ারম্যান মো. সরবেশ আলী, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা,সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চিশতি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত আলী,দৈনিক বাংলাদেশ সমাচার এর উপজেলা প্রতিনিধি শাহ মোঃ আব্দুল মোমেন, রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।মতবিনিময় সভায় বক্তারা রৌমারী ও রাজিবপুর উপজেলার আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে আলোচনা করেন।দারিদ্র্যতা কমাতে ব্যাপক কর্মসংস্থানের জন্য অর্থনৈতিক জোন, কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন, পুনাঙ্গ স্থলবন্দরে রুপান্তর,জামালপুর‌থেকে রৌমারী পর্যন্ত রেললাইন ও গ্যাসলাইন সম্প্রসারন,নদী ভাঙ্গনরোধ,ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করনের দাবী জানানো হয়।

সর্বশেষ খবর