Homeআন্তর্জাতিকইরানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নেতানিয়াহু

আরব সাগরে ইসরাইলের মালিকানাধীন জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছেন দেশটির প্রধান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার (১৯ ফেব্রুয়ারি) সাপ্তাহিক মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, ‘ইরান তাদের আগ্রাসনমূলক কাজ বাড়িয়ে দিয়েছে আর তা থামাতে আমাদের প্রচেষ্টার মাত্রা বাড়াতে হবে।’

নেতানিয়াহু আরও বলেন, গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে একটি তেল ট্যাঙ্কারে আক্রমণ করে ইরান। এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতায় আঘাত করেছে তারা।

তবে নেতানিয়াহুর এ অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, গত ১০ ফেব্রুয়ারি আরব সাগরে ইসরাইলি জাহাজে হামলার ঘটনা ঘটে। ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি শাহেদ ড্রোনের মাধ্যমে এই হামলা চালিয়েছে। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি ইরানের ইস্পাহান শহরের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা হয়। ওই হামলার জন্য ইসরাইলকে দায়ী করে ইরান। সেই সঙ্গে প্রতিশোধ নেয়ারও অঙ্গীকার করে দেশটি।

সর্বশেষ খবর

Exit mobile version