Homeআন্তর্জাতিকভয়ংকর টর্নেডোর আঘাতে বিধ্বস্ত মিসিসিপি, নিহত ২৩

ভয়ংকর টর্নেডোর আঘাতে বিধ্বস্ত মিসিসিপি, নিহত ২৩

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ভয়ংকর টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) স্থানীয় সময় গভীর রাতে হওয়া জড়ে অন্তত ১শ’ জন আহত হয়েছেন।

মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থা একাধিক টুইট বার্তায় জানিয়েছে, পশ্চিম মিসিসিপির সিলভার সিটিতে ঝড় আঘাত হানার এখনও চারজন নিখোঁজ হয়েছে। এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা।

টর্নেডোর কারণে বেশ কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞ হয়েছে। সেখানে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে গেছে। কয়েক হাজার বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এ ছাড়া মিসিসিপিতে ভারি বৃষ্টিপাত এবং গলফ বলের আকারের শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

এদিকে মিসিসিপির রক-ফোলিং শহরের লড্রিজ ওয়াকার জানিয়েছে, টর্নোডেতো এ শহরের ১২ জনের মৃত্যু হয়েছে। একটি স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দলের প্রধান টড টেরেল এবিসি নিউজকে বলেছেন রোলিং ফর্ক বিধ্বস্ত হয়ে গেছে। এখানে অনেক মানুষ তাদের বাড়িতে আটকা পড়েছে।

২০১১ সালে মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ১৬১ জনের মৃত্যু হয়।

সর্বশেষ খবর