Homeআন্তর্জাতিকএবার ব্যক্তিগত আইনজীবীর বিরুদ্ধে মামলা ঠুকলেন ট্রাম্প

এবার ব্যক্তিগত আইনজীবীর বিরুদ্ধে মামলা ঠুকলেন ট্রাম্প

চুক্তি ভঙ্গের অভিযোগে এবার ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫শ’ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণের মামলা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (১২ এপ্রিল) ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। 

এতে, কোহেনের বিরুদ্ধে ট্রাম্পকে নিয়ে প্রকাশ্য বিবৃতি, প্রকাশিত বই, পডকাস্ট সিরিজ ও অন্যান্য মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো এবং ট্রাম্পের সঙ্গে তার চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

এদিকে, দোষী সাব্যস্ত হলেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আদালতে বিচারাধীন মামলার তোয়াক্কা না করেই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণায় সমর্থকরা খুশি হলেও সমালোচনা করছে বিরোধী শিবির। 

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের কোনোটিই সত্য নয় বরং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও শি জিনপিং বৈঠক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, উত্তরকোরিয়াসহ নানা ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প। একইসঙ্গে তার দাবি, সাম্প্রতিককালে বিশ্বে প্রভাব হারিয়েছে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর