Homeখেলামেসির জায়গায় আমি হলে পিএসজির ক্ষমা চাওয়া লাগতো

মেসির জায়গায় আমি হলে পিএসজির ক্ষমা চাওয়া লাগতো

অনুমতি ছাড়া সৌদি আরব সফরে গিয়ে পিএসজির নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন কাতার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। নিষেধাজ্ঞার পর ক্ষমাও চান আর্জেন্টাইন তারকা। ব্যাপারটিকে মহৎ কাজ বলে মনে করছেন মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ কার্লোস তেভেজ। তার (মেসি) জায়গায় তেভেজ হলে নাকি পিএসজিরই বরং ক্ষমা চাওয়া লাগতো।

টিওয়াইসি স্পোর্টসকে তেবেজ বলেন, ‘আমি মনে করি মেসি আমাদের সবাইকে শিক্ষণীয় বিষয় দেখিয়েছে। আমি বিশ্বচ্যাম্পিয়ন হলে ছুটির দিনে বেড়াতে যাওয়ার জন্য ক্লাবের কাছে ক্ষমা চাইতাম না। রোজারিওতে ফিরে যেতাম এবং সেখানে বন্ধুদের সঙ্গে পান করতাম। ক্লাবকে আমার কাছে ক্ষমা চাইতে হতো! কিন্তু মেসি তো ক্লাবকে (পিএসজি) সবকিছুর ঊর্ধ্বে রাখে। আমি মনে করি মেসির প্রতি আপনার সাধুবাদ জানানো উচিত।’

গত ৩০ এপ্রিল লরিয়েন্টের কাছে ১-৩ গোলে হেরে যায় পিএসজি। দলের হারের দিনে মাঠে ম্লান ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এমন পারফরম্যান্সের পর ক্লাবটির সমর্থকরা দুয়োও দেন তার নাম ধরে। এরপরই প্যারিস থেকে সৌদি আরবের দিকে উড়াল দেন মেসি।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব মেসির সৌদি সফরের খবর টুইটারে শেয়ার করে লিখেন, ‘আমি কৃতজ্ঞতার সঙ্গে সৌদি আরবের পর্যটনের শুভেচ্ছাদূত লিওনেল মেসি ও তার পরিবারকে দ্বিতীয়বারের মতো এখানে ছুটি কাটাতে আসায় স্বাগত জানাচ্ছি। আমরা সৌদি আরবের ঐতিহ্যবাহী ও প্রকৃত অভ্যর্থনায় তাদের স্বাগত জানাতে পেরে আনন্দিত।’

সৌদি যাওয়ার পরপরই মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। এরপর ক্লাবের কাছে ক্ষমা চান আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ইনস্টাগ্রামে মেসি একটি ভিডিও শেয়ার করে বলেন, ‘ভেবেছিলাম খেলার পর অন্য দিনের মতো ছুটি পাব। সফরটা বাতিল করার কোনো সুযোগ ছিল না, যেহেতু আগেও বাতিল করেছিলাম। আমি আমার সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। দেখি ক্লাব আমার কাছ থেকে কী চায়!’

সর্বশেষ খবর

Exit mobile version