Homeআন্তর্জাতিকভারতে প্রথমবারের মতো খবর পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত উপস্থাপক

ভারতে প্রথমবারের মতো খবর পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত উপস্থাপক

ভারতের ওড়িশা রাজ্যে মাইলফলক তৈরি করেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। রাজ্যটির প্রথম টিভি চ্যানেল হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সংবাদ উপস্থাপককে সামনে এনেছে ওড়িশা টিভি বা ওটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য মিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই উপস্থাপকের নাম লিসা। সে কেবল ওড়িশারই নয়, ভারতেরও প্রথম  কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সংবাদ উপস্থাপক।

কৃত্রিম বুদ্ধিমত্তা কী ধরনের বিপ্লব ঘটাতে পারে তা নিয়ে অনেকদিন ধরেই চলছে নানা আলোচনা। ইতিবাচক-নেতিবাচক নানা ধরনের কথাই বলছেন অনেকে। জনপ্রিয়তা বাড়ছে চ্যাটজিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে বহু মানুষ চাকরি হারাবেন বলেও শঙ্কা অনেকের।

এ অবস্থায় ওড়িশার বেসরকারি টেলিভিশন চ্যানেল ওটিভি নতুন মাইলফলক তৈরি করেছে। রাজ্যটির প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত সংবাদ উপস্থাপককে সামনে আনা হলো। চ্যানেলটির কর্ণধার জানান, প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত সংবাদ উপস্থাপক লিসার অনেক ভাষায় কথা বলার ক্ষমতা রয়েছে। তবে আপাতত কেবল ওড়িশার ভাষায় এবং ইংরেজিতে সংবাদ উপস্থাপন করবে লিসা।

গত বছরের নভেম্বরে ওপেনএআই চালু করেছিল তাদের টুল চ্যাটিজিপিটি। এ বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে গুগলের বার্ড এবং মাইক্রোসফটের বিং। এই তিনটি এআই টুল নিয়েই চলছে ব্যাপক আলোচনা। সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ রয়েছে এআই ঘিরে।

সর্বশেষ খবর