Homeজেলাবিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলা

বিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি ঢাকা মহানগরীর নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয় হামলাকারীরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার রেলগেট বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এতে তাদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে আকরাম ও আমির নামের দুজনকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনপির মেহনতি মানুষের পদযাত্রা অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে সোনাইমুড়ীতে যান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তাকে স্বাগত জানাতে যায় স্থানীয় নেতাকর্মীরা। এ সময় গাড়িবহরে হামলা করা হয়।

হামলার সময় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. ইউসুফ জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রিয়াজ উদ্দিন জানান, আকরাম ও আমির নামে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল।
তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বিকেলের দিকে বাইপাস এলাকায় ছাত্রলীগ শান্তি সমাবেশ করছিল। ওই সময় বিএনপি নেতা ইশরাকের গাড়িবহর এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষ চলে যায়।

তিনি আরো জানান, এখন পর্যন্ত আহত হওয়ার কোনো খবর পাইনি। গাড়িবহরে হামলার মতো কোনো ঘটনাও ঘটেনি।

সর্বশেষ খবর