Homeরাজনীতিপাতানো নির্বাচনের চেষ্টা করলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে ক্ষমতাসীনরা: বুলু

পাতানো নির্বাচনের চেষ্টা করলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে ক্ষমতাসীনরা: বুলু

পাতানো নির্বাচনের চেষ্টা করলে ক্ষমতাসীনরা মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রোববার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

বরকত উল্লাহ বুলু বলেন,

আরেকটি পাতানো নির্বাচনের চেষ্টা করলে ক্ষমতাসীনরা মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে। বিবেক নয়, বিদেশিদের চাপের মুখেই সুষ্ঠু নির্বাচনের কথা বলতে বাধ্য হচ্ছেন আওয়ামী লীগ নেতারা।

তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতসহ বিদেশি রাষ্ট্রদূতদের সাম্প্রতিক বক্তব্যে বার বার এটি স্পষ্ট হয়েছে যে দেশে গণতন্ত্র নেই।

বিএনপি নেতার অভিযোগ আন্দোলন দমাতে সরকারের নির্দেশে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেয়া হচ্ছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া দুর্নীতির মামলার রায় ক্ষমতাসীনদের প্রতিহিংসার প্রতিফলন।

বর্তমান সরকারের পতনের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।

সর্বশেষ খবর