Homeবিনোদনআমি জীবনে যত প্রেম করেছি সবই সিরিয়াস: মৌসুমী হামিদ

আমি জীবনে যত প্রেম করেছি সবই সিরিয়াস: মৌসুমী হামিদ

আমি জীবনে যত প্রেম করেছি সবই সিরিয়াস প্রেম। এমন মন্তব্য করেছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ।

সম্প্রতি এক সংবাদ সংম্মেলনে অভিনেত্রী বলেন, মৌসুমী হামিদের লাভের মিস্ট্রি জানতে হলে তার সঙ্গে প্রেম করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, ‘এখন ওটিটি প্ল্যাটফর্মে যেসব কাজ দেখতে পাচ্ছি সেগুলো একটু থ্রিল, একটু এক্সাইটিং গল্প।’ তবে চরকি এই প্রথম ১২টা প্রেমের গল্প নিয়ে ফারুকী ভাইয়ের তত্ত্বাবধানে ‘মিস্ট্রি অব লাভ’-এর ১২ জন নির্মাতা শপথ গ্রহণ করেছেন। এটা একটা ফ্যান্টাসটিক আইডিয়া।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, গল্প তো আসলে সব ধরনের হওয়া উচিত। আমরা তো চাই নতুন ধরনের কাজ করতে। দর্শকরাও এই ধরনের গল্প পছন্দ করবেন। আমরা তো মারামারি, অনেক ভায়োলেন্স দেখলাম। এখন কিছুদিন প্রেম দেখি, প্রেম শিখি।’

এ অভিনেত্রী মনে করেন, ‘বর্তমানের মানুসের মধ্যে প্রেম কম। তাই একটু প্রেম প্রেম গল্পগুলো এখন বেশি দেখা উচিত।’

এদিকে মৌসুমী হামিদ অভিনীত ‘একাত্তরের সেইসব দিন’ আসছে আমাগী ১৮ আগস্ট। এ সিনেমাটি পরিচালনা করেছেন হৃদি হক।

ওয়েব ফিল্মের ভাষাগত দিক প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, একজন লেখক গল্প লেখেন, একজন পরিচালক সেই গল্পটাকে পর্দায় নিয়ে আসেন। সেই গল্পটাকে ফুটিয়ে তুলতে নির্মাতাই ঠিক করেন চরিত্রের ভাষাটা আসলে কেমন হবে। দেখা যায় ওই চরিত্রটা যদি অন্য ভাষায় কথা বলে, তাহলে সেই চরিত্রটা ঠিকঠাক মতো ফুটে উঠে না। মূলত এ কারণেই ভাষাগত দিকটা ব্যবহার করা জরুরি। যে চরিত্রটা যেমন, সেটার জন্য সেই ভাষাটাই প্রয়োগ করা জরুরি।

মৌসুমী হামিদ একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তার জনপ্রিয়তা বাড়তে থাকে ২০১০ এ লাক্স-চ্যানেল আই সুপারস্টার-এ রানার্স আপ হওয়ার পর থেকে। তারপর থেকেই অনেক টিভি শো যেমন: “লাভ র‍্যাক্টেঙ্গেল (ভালোবাসার চতুষ্কনে)”, রেডিও চকলেট এবং আরো অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন। ২০১৩ সাল থেকেই হামিদ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: অনন্য মামুনের ব্ল্যাকমেইল (২০১৫), সাফি উদ্দিনের ফুল লেনথ লাভ স্টোরি:পার্ট টু এবং শামিম আহমেদ রনির মেন্টাল (২০১৫)।

সর্বশেষ খবর