Homeসর্বশেষ সংবাদভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন

ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন

মির্জা মাহামুদ হোসেন রন্টু, নড়াইল প্রতিনিধি।।

সারা দেশের ন্যায় নড়াইলের কালিয়া উপজেলার ভ’মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভার্চুয়ালী ঘরের চাবি হস্তান্তর কর্মসূচির উদ্বোধন এবং কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ (বুধবার) কালিয়া উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি প্রধানমন্ত্রীর পক্ষে ৮৫টি ভ’মিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমির দলিল ও চাবি হস্তান্তর করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ , কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কালিয়া উপজেলায় মোট ৬২৩টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিদ্যুৎ সংযোগসহ জমি ও ঘর প্রদান করা হয়।

সর্বশেষ খবর