Homeআন্তর্জাতিকইসরাইলের হামলায় দক্ষিণ গাজায় আরও ৫৪ জন নিহত

ইসরাইলের হামলায় দক্ষিণ গাজায় আরও ৫৪ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় আরও ৫৪ জন নিহত হয়েছেন। ফিলিস্তিন-হামাস সংঘাতের ১১তম দিনে মঙ্গলবার (১৭ অক্টোবর) এ হামলা হয়।

ফিলিস্তিনের একটি মেডিকেল সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সূত্র আরও জানায়, ইসরাইল আজ (মঙ্গলবার) সকালেই দক্ষিণ গাজায় বোমা হামলা চালায়। তবে দক্ষিণ গাজার ঠিক কোন অংশে এ হামলা হয়েছে তা এখনো জানা যায়নি।

এর আগে, গাজার খান ইউনিস ও রাফাহ সীমান্ত এলাকায় ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। এতে সেখানে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত সপ্তাহের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলার পরপরই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। একই দিনে হামাসও ‘আল-আকসা স্টর্ম’ নামে অভিযান ঘোষণা করে।

চলমান এ সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৮শ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১০ হাজার ৮৫৯ জন। অন্যদিকে, হামাসের হামলায় ইসরাইলের ১৪শ লোক নিহত হয়েছেন।

সর্বশেষ খবর