Homeবিবিধপার্টিতে গিয়ে কোচের হাতে ধরা খেলেন রাশফোর্ড

পার্টিতে গিয়ে কোচের হাতে ধরা খেলেন রাশফোর্ড

সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগ ডার্বিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর কারাবো কাপে হেরেছে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। সিটিজেনদের বিপক্ষে হারের ঠিক আগেই পার্টি করতে গিয়েছিলেন দলটির ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কোচ এরিক টেন হ্যাগের কাছে ধরাও খেয়েছেন তিনি। রেড ডেভিল ম্যানেজার বিষয়টি নিয়ে শুরুতে খুবই রাগান্বিত হন, যদিও পরে ক্ষমা চাওয়ায় মাফ করে দেন।

রাশফোর্ডের পার্টিতে যাওয়ার বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে অ্যাখ্যায়িত করেছেন টেন হ্যাগ। গণমাধ্যমে তিনি বলেন, ‘রাশফোর্ড পার্টিতে গিয়েছিল। বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। এটা অগ্রহণযোগ্য।’

রাশফোর্ড যে পার্টিতে গিয়েছিলেন, তা জানতেন ডাচ কোচ। বিষয়টি নিয়ে শিষ্যের সঙ্গে কথাও বলেন তিনি। পরে ক্ষমা চান ইংলিশ ফুটবলার। টেন হ্যাগ বলেন, ‘আমি জানি ও পার্টিতে গিয়েছিল। ব্যাপারটি নিয়ে কথা বলেছি। সে দুঃখিত বলে জানিয়েছে। আমি মাফ করে দিয়েছি। বিষয়টা (মাফ চাওয়া) ভালো।’

পার্টিতে গেলেও মাঠে নিজেকে উজার করে দিতে কার্পণ্য করেন না রাশফোর্ড। সেই স্বীকারোক্তি দিয়েছেন রেড ডেভিল কোচ নিজেই। টেন হ্যাগ বলেন, ‘এটাই। বিষয়টা আমাদের ভেতরের ঘটনা। মার্কাস খুবই মোটিভেটেড। সে মাঠে সবকিছু উজার করে দিতে চায়।’

টেন হ্যাগ আরও বলেন, ‘ও একটা ভুল করেছে। কিন্তু এখনও আমাদের সঙ্গেই আছে। সবকিছু ঠিকঠাক। আমি তাকে প্রত্যেক দিন দেখি। ও খুবই পরিশ্রম করে। শতভাগ সে আমাদের সঙ্গে।’

সর্বশেষ খবর