Homeসর্বশেষ সংবাদআমি এমপি মাহবুবের জন্য আজরাইল হইয়া আসছি: ব্যারিস্টার সুমন

আমি এমপি মাহবুবের জন্য আজরাইল হইয়া আসছি: ব্যারিস্টার সুমন

এমপি মাহবুব আলীর জন্য আজরাইল হয়ে ভোটের মাঠে নেমেছেন বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে মাধবপুর এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব আলী হবিগঞ্জ-৪ আসনের বর্তমান এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। এছাড়াও তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।

মাহবুব আলীকে উদ্দেশ করে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমার ঈগলের ভয়ে সব পালাইছে। আমি মাহাবুব এমপির জন্য আজরাইল হইয়া আসছি। আম্মায় কইছে, তুই মাহাবুবের বেশি বদনাম করিস না। মাহাবুব আলী নৌকা ভাঈঙ্গা খাইতেছে। নৌকার মাঝি বদলানোর জন্য নির্বাচন করছি আমি।’

সুমন বলেন, আওয়ামী প্রার্থী মাহাবুব আলী নৌকার নাম ভাঙ্গিয়ে নিজের ব্যবসা আর পকেট ভারি করেছেন। তার স্ত্রীও মাত্র ১০ বছরে সম্পদের পাহাড় গড়েছেন। মানুষ এবার ঈগল পাখিকেই জয়যুক্ত করবে।

এ আসনে গত ১০ বছরে তেমন কোনো কাজ হয়নি উল্লেখ করে সুমন বলেন, ‘১০ বছরে একটা রাস্তা হয় নাই, এ কেমন মন্ত্রী (বর্তমান আওয়ামী লীগ এমপি মাহাবুব আলী প্রসঙ্গে)? আমি এমপি না হয়েই ৪৯টা ব্রিজ বানাইছি আর এমপি হয়ে রাস্তা করতে পারে নাই। রাস্তা বানানোর সময় কাটিং কাটিং হলে আমি সাটিং সাটিং দেব।’

তিনি বলেন, ‘এমপি হবার পর দুর্নীতি হলেই আমারে শুধু ফেসবুকে ট্যাগ মারবা। আমার এলাকায় বউ পিটানোও চলবে না। আমি ৫ বছরের এমপি হয়ে দেশে ইতিহাস সৃষ্টি করব। এমপি হলে এপিএস নিয়োগ দিবো না। ঈমান ঠিক থাকলে এমপিরাও অনেক পাওয়ারফুল। একাই যদি ৩৭ হাজার গাছ লাগাই, এমপি হলে কী করতে পারি ভাবেন? সরকারের থেকে থাবলাইয়া টাকা আনব হবিগঞ্জের জন্য।’

এর আগে বিভিন্ন চা বাগানে প্রচারণা চালান সুমন। এ সময় চা শ্রমিকদের মুজরী বৃদ্ধি, তাদের সন্তানদের শিক্ষিত করে ব্যারিস্টার বানানোর প্রতিশ্রুতি দেন সুমন।

এছাড়া প্রতিপক্ষের আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে প্রচারণায় বাধাদানের অভিযোগ করেন ব্যারিস্টার সুমন।

সর্বশেষ খবর