Homeআন্তর্জাতিকগাজায় এবার রেড ক্রিসেন্টের সদর দফতরে ইসরাইলের হামলা!

গাজায় এবার রেড ক্রিসেন্টের সদর দফতরে ইসরাইলের হামলা!

ফিলিস্তিনের গাজায় এবার রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গাজার খান ইউনিস শহরে অবস্থিত রেড ক্রিসেন্টের ওই ভবনে বোমা হামলা চালানো হয়। হামলার সময় সেখানে হাজার হাজার মানুষ ছিল, যারা বিভিন্ন জায়গা থেকে এসে আশ্রয় নিয়েছিলেন।

রেড ক্রিসেন্টের একজন মুখপাত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ভবনটির ওপরের তলা লক্ষ্য করে বোমা ছোঁড়ে ইসরাইলের সেনারা। সেখানে অনেক আহত মানুষ ছিলেন।

জানা গেছে, ইসরাইলের সেনারা বেশ কয়েকজন চিকিৎসা কর্মীকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। সেখানকার জ্বালানিও ফুরিয়ে গেছে। তাছাড়া ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স কর্মীদের প্রবেশ করতে বাধা দিচ্ছে ইসরাইল।

গাজা উপত্যকায় এখন আর কোনো ‘নিরাপদ এলাকা’ নেই বলেও উল্লেখ করেন রেড ক্রিসেন্টের ওই মুখপাত্র।

এদিকে, গাজার কেন্দ্রস্থলে বুরেইজ ও আল মাঘাজি শরনার্থী শিবিরে ইসরাইলের বোমা হামলায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

সর্বশেষ খবর