Homeখেলাএল ক্লাসিকোয় বেশি হ্যাটট্রিক রিয়াল নাকি বার্সার খেলোয়াড়দের?

এল ক্লাসিকোয় বেশি হ্যাটট্রিক রিয়াল নাকি বার্সার খেলোয়াড়দের?

রিয়াল মাদ্রিদের শোকেসে উঠল আরও কেটি শিরোপা। সৌদি আরবের রাজধানী রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে কার্লো আনচেলত্তির দল। দারুণ এক হ্যাটট্রিকে এই ম্যাচের সবটুকু আলো নিজের দিকে টেনে নিয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র।

রোববার (১৪ জানুয়ারি) মৌসুমের প্রথম শিরোপার লড়াইয়ে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে দুই গোল করা ভিনিসিউস প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধে রদ্রিগো আরও একটি গোল করেন। বার্সার পক্ষে একমাত্র গোলটি রবার্ট লেভানদোভস্কির।

ভিনিসিউসের হ্যাটট্রিকটি প্রতিযোগিতামূলক এল ক্লাসিকোতে ২৮তম হ্যাটট্রিক, যার মাধ্যমে তিনি লিওনেল মেসি, করিম বেনজেমা, লুইস সুয়ারেজদের পাশে বসলেন। তবে রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো কখনো এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করতে পারেননি।

এল ক্লাসিকোতে মাত্র চারজন খেলোয়াড়ের একাধিকবার হ্যাটট্রিক করার রেকর্ড আছে। যে তালিকায় নবীনতম নামটা লিওনেল মেসির। তিনি ছাড়া বাকি তিনজনই রিয়ালের হয়ে এই কীর্তি গড়েছেন। তারা হলেন – রিয়ালের আইকনিক ব্যক্তিত্ব সান্তিয়াগো বার্নাব্যু, হাঙ্গেরিয়ান ম্যাজিশিয়ান ফেরেঙ্ক পুসকাস এবং জেইমি লাজকানো। এদের মধ্যে  ১৯১৬ সালে সান্তিয়াগো বার্নাব্যুর হ্যাটট্রিক দুটি এসেছিল দুই সপ্তাহের কম ব্যবধানে।

গত পাঁচ বছরে মাত্র দুজন খেলোয়াড় এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করেছেন। ভিনিসিউসের আগে ২০২৩ সালের এপ্রিলে কোপা দেল রে’তে হ্যাটট্রিক করেছিলেন রিয়ালেরই করিম বেনজেমা।

এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করায় এগিয়ে কোন দলের খেলোয়াড়?

এল ক্লাসিকোয় এখন পর্যন্ত ২৮টি হ্যাটট্রিক হয়েছে। যে হ্যাটট্রিকগুলো করেছেন মোট ২৪জন খেলোয়াড়। এর মধ্যে রিয়ালের খেলোয়াড়রা হ্যাটট্রিক সংখ্যায় এগিয়ে আছেন। রিয়ালের হ্যাটট্রিক সংখ্যা ১৬টি। বাকি ১২টি হ্যাটট্রিক করেছে বার্সেলোনায়।

হ্যাটট্রিক করা খেলোয়াড়ের সংখ্যায়ও বেশি রিয়ালেরই। রিয়ালের ১৩তম খেলোয়াড় হিসেবে এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করেছেন ভিনিসিউস। বার্সেলোনার হ্যাটট্রিক করা খেলোয়াড়ের সংখ্যা ১১। ২০১৮-১৯ মৌসুমে লুইস সুয়ারেজ শেষবার বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেছিলেন।

এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করা খেলোয়াড়দের তালিকা-

সান্তিয়াগো বার্নাব্যু (রিয়াল মাদ্রিদ), ১৯১৬ কোপা দেল রে

লুইস বেলাউন্দে (রিয়াল মাদ্রিদ), ১৯১৬ কোপা দেল রে

পাউলিয়ানো আলকান্ত্রা (বার্সেলোনা), ১৯১৬ কোপা দেল রে

সান্তিয়াগো বার্নাব্যু (রিয়াল মাদ্রিদ), ১৯১৬ কোপা দেল রে

জোসেপ সামিটার (বার্সেলোনা), ১৯২৬ কোপা দেল রে

জেইমি লাজকানো (রিয়াল মাদ্রিদ), ১৯২৯৩০ লা লিগা

জুয়ান রামোন (বার্সেলোনা), ১৯৩০৩১ লা লিগা

জেইমি লাজকানো (রিয়াল মাদ্রিদ), ১৯৩৪৩৫ লা লিগা

ইদেফনসো সানুদো (রিয়াল মাদ্রিদ), ১৯৩৪৩৫ লা লিগা (চার গোল)

মারতি ভেন্তোয়রা (বার্সেলোনা), ১৯৩৪৩৫ লা লিগা ( গোল)

প্রুদেন (রিয়াল মাদ্রিদ), ১৯৪৩ কোপা দেল জেনেরালিসিমো

সাবিনো বারিনাগা (রিয়াল মাদ্রিদ),  ১৯৪৩ কোপা দেল জেনেরালিসিমো ( গোল)

পাহিনো (রিয়াল মাদ্রিদ), ১৯৪৯৫০ লা লিগা

জেসুস নারো (রিয়াল মাদ্রিদ), ১৯৫০৫১ লা লিগা

সিজার রদ্রিগেজ (বার্সেলোনা), ১৯৫১৫২ লা লিগা

ইউলোজিও মার্টিনেজ (বার্সেলোনা), ১৯৫৭  কোপা দেল জেনেরালিসিমো ( গোল)

এভারিস্তো (বার্সেলোনা), ১৯৫৮৫৯ লা লিগা

ফেরেঙ্ক পুসকাস (রিয়াল মাদ্রিদ), ১৯৬২৬৩ লা লিগা

ফেরেঙ্ক পুসকাস (রিয়াল মাদ্রিদ), ১৯৬৩৬৪ লা লিগা

আমানচিও (রিয়াল মাদ্রিদ), ১৯৬৪৬৫ লা লিগা

গ্যারি লিনেকার (বার্সেলোনা), ১৯৮৬৮৭ লা লিগা

রোমারিও (বার্সেলোনা), ১৯৯৩৯৪ লা লিগা

ইভান জামোরানো (রিয়াল মাদ্রিদ), ১৯৯৪৯৫ লা লিগা

লিওনেল মেসি (বার্সেলোনা), ২০০৬০৭ লা লিগা

লিওনেল মেসি (বার্সেলোনা), ২০১৩১৪ লা লিগা

লুইস সুয়ারেজ (বার্সেলোনা), ২০১৮১৯ লা লিগা

করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ) ২০২২২৩ কোপা দেল রে

ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ২০২৪ স্প্যানিশ সুপার কাপ

সর্বশেষ খবর