Homeসর্বশেষ সংবাদপেয়াজের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে

পেয়াজের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে

মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।

পাইকারি বাজারে পেয়াজের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে।রাজবাড়ীর প্রতিটি বাজারে প্রতি মন পেয়াজ ৪০০০ থেকে ৪২০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর খুচরা বাজারে বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে।

সরেজমিনে, জেলার বহরপুর ও লাড়িবাড়ি বাজারে গিয়ে দেখা যায় খুব সকাল থেকে কৃষক তার উৎপাদিত পেয়াজ বাজার নিয়ে আসে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে পেয়াজ বিক্রি হয়ে যায়।পরে ব্যবসায়ীরা সেই পেয়াজ বস্তাবন্দি করে সেগুলো দেশের বিভিন্ন স্থানে সরবারাহ করছে।

হতাসা প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা।তারা বলছে বাজার মনিটরিংয়ের অভাবেই নিত্ত প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে।পেয়াজের সাথে তাল মিলিয়ে প্রতিটি দ্রব্যের দাম বেড়েই চলছে।

ব্যবসায়ীরা বলছে বাজারে হালি পেয়াজ না আসা প্রযন্ত দাম কমবে না।চাহিদার তুলনায় মুড়িকাটা পেয়াজ কম উৎপাদন করে কৃষক। ফলে বাজারের পেয়াজের সরবারাহ কম। অন্যদিকে মোকামে পেয়াজের চাহিদা বেশি থাকায় দিন দিন দাম বেড়েই চলছে। এই ভাবে আরও ১৫/২০ দিন চলতে থাকবে। তারপর বাজারে হালি পেয়াজের সরবারাহ বাড়লে দাম কমবে।

সর্বশেষ খবর