Homeসর্বশেষ সংবাদবেইলি রোডে অগ্নিকাণ্ড: ৫ জনের অবস্থার উন্নতি

বেইলি রোডে অগ্নিকাণ্ড: ৫ জনের অবস্থার উন্নতি

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা পাঁচজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

চিকিৎসকরা জানান, তাদের শ্বাসকষ্ট ছাড়া তেমন কোনো জটিলতা দেখা দিচ্ছে। এখন শুধুমাত্র অক্সিজেন দিয়ে এটি নিরাময়ের চেষ্টা করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে তাদেরকেও হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে।
এছাড়া এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বাকি দুইজনের অবস্থাও আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

অন্যদিকে, এ ঘটনায় নিহত ৪৬ জনের মধ্যে ৪৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মারা যান ৪৬ জন।

সর্বশেষ খবর