Homeখেলা১৪ মাস পর ব্যাট হাতে ফেরা পন্তকে কেমন দেখলেন পন্টিং

১৪ মাস পর ব্যাট হাতে ফেরা পন্তকে কেমন দেখলেন পন্টিং

২০২২ সালের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েন রিশভ পন্ত। অবস্থা এতটাই গুরুতর ছিল যে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন এই ক্রিকেটার। তবে এই ভয়াবহ বিপদের সঙ্গে লড়াই করে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

দুর্ঘটনায় পড়ার পর থেকে বিসিসিআইয়ের তত্ত্বাবধায়নে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন পন্ত। তার চিকিৎসার বিষয়টিও দেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চিকিৎসা এবং পুনর্বাসন শেষে ২ দিন আগে পন্তকে পুরোপুরি ফিট ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইপিএলের ঠিক আগে খেলার অনুমতি পেয়েছেন পন্ত। ইতোমধ্যে তার দল দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে যোগ দিয়েছেন এই ক্রিকেটার। সেরেছেন অনুশীলনও। ১৪ মাস পর অনুশীলনে ফেরা এই ক্রিকেটারকে কেমন দেখলেন, সেটা জানিয়েছেন দিল্লির কোচ রিকি পন্টিং।

পন্তের প্রসঙ্গে পন্টিং বলেন, ‘গত বছর পন্তকে খুব মিস করেছিলাম। ও থাকলে গোটা দল আনন্দে থাকে। ও দলে ইতিবাচক মানসিকতা নিয়ে আসে। এবার সেটা দেখতে পাচ্ছি। আগের মতোই ফর্মে ব্যাট করছে পন্ত। ওকে ফর্মে ফিরতে দেখে গোটা দলের উৎসাহ আরও বেড়ে গিয়েছে।’

২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে দিল্লির প্রথম ম্যাচ ২৩ তারিখ পাঞ্জাবের বিপক্ষে। তবে এখনও প্রস্তুতিটা ভালোভাবে শুরু করতে পারেনি পন্টিংয়ের দিল্লি, ‘সবে শুরু হয়েছে। এখনও পুরোদমে অনুশীলন শুরু করতে পারিনি। প্রথম ম্যাচের কথা এখনও ভাবছি না। ধীরে ধীরে নিজেদের তৈরি করছি। আশা করছি, আইপিএল শুরু হওয়ার আগে সবাই নিজেদের সেরা ফর্মে চলে আসবে।’আইপিএলের ১৬ আসরে এখন পর্যন্ত একবারও

হতে পারেনি দিল্লি। তবে এবার দলকে চ্যাম্পিয়ন করতে চান পন্টিং, ‘আমি প্লে-অফে খেলার কথা ভাবি না। আমি শুধু জেতার কথা ভাবি। সেটাই দলের সবাইকে বলেছি। সবাই সে ভাবেই তৈরি হচ্ছে। প্রতি বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আমরা শুরু করি। এ বারও সেটা করব। আশা করছি এ বার ফল ভালো হবে।’

সর্বশেষ খবর